দেশের সময় ওয়েবডেস্কঃ সারদা কেলেঙ্কারি মামলায় দু’সপ্তাহ আগে চার্জশিট পেশ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেখানে নাম ছিল তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। বৃহস্পতিবার বিশেষ আদালতে আত্মসম্পর্পণ করেন কুণাল। জামিনের আবেদন জানান কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী। এদিন বিশেষ আদালত তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে।
সারদা মামলায় কুনাল ঘোষের জামিন বহাল রাখল ব্যাঙ্কশাল আদালত ।আজ বৃহস্পতিবার আদালতে হাজিরা দেন কুনাল ঘোষ। সারদা মামলায় ইডি- র তরফে কুনাল ঘোষের জামিন এর তীব্র বিরোধিতা করা হয়।
ইডির তরফে আইনজীবী অভিজিৎ ভদ্র বিচারককে জানান কুনাল ঘোষ এর সম্পূর্ণ যোগাযোগ রয়েছে ওই চিট ফান্ড সংস্থার সঙ্গে। এবং তিনি প্রভাবশালী।যদিও কুনাল ঘোষ এর আইনজীবি ইডির আইনজীবীর বক্তব্য সঠিক নয় বলে সওয়াল করেছেন।
সপ্তাহ দুয়েক আগে সারদা মামলায় অতিরিক্ত চার্জশিট জমা দেয় ইডি। তাতে নাম ছিল রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদের। সেই চার্জশিটে কুণালকে প্রভাবশালী তকমা দেয় কেন্দ্রীয় এজেন্সি। আদালত নির্দেশ দিয়েছিল ২০ সেপ্টেম্বর কুণাল ঘোষকে আদালতে হাজিরা দেওয়ার জন্য। কিন্তু ১১ দিন আগেই আদালতে গিয়ে হাজির হলেন কুণাল।
এদিন ইডি-র আইনজীবী কুণালের জামিনের আবেদনের বিরোধিতা করলেও আদালত তা গ্রহণ করেনি। ব্যক্তিগত ২০ হাজার টাকা বন্ডের বিনিময়ে কুণাল ঘোষের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে বিশেষ সিবিআই আদালত। সেই সঙ্গে বলা হয়েছে, তদন্ত এজেন্সির সঙ্গে কুণাল ঘোষকে সমস্ত রকম সহযোগিতা করতে হবে।
এদিন আদালত থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কুণাল বলেন, “২০১৩ সালের অক্টোবরে ইডি প্রথম আমায় সমন পাঠিয়েছিল। সেই থেকে তদন্তকারীদের সঙ্গে আমি সহযোগিতা করছি। এরপর ২০১৫ সালে কেন্দ্রীয় এজেন্সি বেশ কিছু ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে চার্জশিট পেশ করে। সেখানে আমার নাম ছিল না। পরে আমার নাম কী করে এল বুঝলাম না।”
প্রসঙ্গত, কয়েক বছর আগে কলকাতা হাই কোর্ট থেকে অন্তর্বতীকালীন জামিন পান সারদা মামলায় অভিযুক্ত প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। ২ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে আদালত। আদালতের নির্দেশ ছিল, কুণালের পাসপোর্ট জমা রাখতে হবে সিবিআইয়ের কাছে। নারকেলডাঙা থানার বাইরেও জেতে পারবেন না কুণাল। ২৩ নভেম্বর ২০১৩, গ্রেফতার করা হয়েছিল কুণাল ঘোষকে। প্রায় তিন বছর পর তাঁর জামিন হয়।