সন্তান জন্ম আসন্ন অভিনেত্রীর! নুসরত কি হাসপাতালে?গুঞ্জন টলিপাড়ায়

0
370

দেশের সময় ওয়েবডেস্কঃ সেপ্টেম্বরের শুরুতেই মা হবেন নুসরত জাহান, এমন খবর হাওয়ায় ভাসছিল। আবার অনেকে বলছিলেন, সেপ্টেম্বর নয়, অগস্টের শেষ সপ্তাহেই নুসরতের ডেলিভারির দিন ঠিক হয়েছে। বুধবার সকালে টলিপাড়ায় জোর গুঞ্জন ছড়ালো, হাসপাতালে ভর্তি হয়ে গিয়েছেন নুসরত। সঙ্গে রয়েছেন প্রেমিক যশ দাশগুপ্ত। তবে এই খবর শুধুই গুঞ্জন। কারণ খবরের সত্যতা যাচাই করা যায়নি।

নুসরত আর যশ দাশগুপ্ত মঙ্গলবার একসঙ্গে রেস্তোরাঁয় খেতে গিয়েছেন। একসঙ্গে সময় কাটিয়েছেন। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্টও করেছেন তাঁরা। নিজেদের নয়, রেস্তোরাঁর ছবি পোস্ট করেছেন তারকারা দুজনেই। আর বরাবরের মতোই দুয়ে দুয়ে চার করার কাজটা করেছেন নেটিজেনরা।

আদৌ নুসরত জাহান হাসপাতালে ভর্তি হয়েছেন কিনা, যশ দাশগুপ্ত তাঁর সঙ্গে সেখানে রয়েছেন কিনা তা নিয়ে এখন জোর আলোচনা চলছে।

Previous articleWeather Update: বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ, ভ্যাপসা গরম থেকে স্বস্তি পাবে কী দক্ষিণবঙ্গ?
Next article২০ হাজার টাকা সহ অন্যান্য সামগ্রী ভর্তি ব্যাগ পেয়ে যাত্রীকে ফিরিয়ে দিলেন বনগাঁর টোটো চালক সমীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here