সংসদের বাদল অধিবেশনে সাইকেলে যাচ্ছেন তৃণমূল সাংসদরা

0
399

দেশের সময়ওয়েবডেস্ক:‌ সংসদে আজ শুরু হচ্ছে বাদল অধিবেশন। আর বাদল অধিবেশনে যোগ দিতে যাওয়ার জন্য অভিনব সিদ্ধান্ত নিল তৃণমূল সাংসদরা। তৃণমূল সাংসদরা আজ সাইকেল চালিয়ে সংসদে যাবেন। তারপর বাদল অধিবেশনে যোগ দেবেন। দেশজুড়ে পেট্রোপণ্যের দাম বাড়ছে। আর কেন্দ্রীয় সরকার জ্বালানি তেলের দাম কমানোর বিষয়ে কোনও উদ্যোগ নিচ্ছে না। তাই আজ সাইকেল চালিয়ে সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল সাংসদরা।

এইভাবেই প্রতিবাদ জানানো হবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। তৃণমূলকে পাল্টা জবাব দিতে তৈরি রয়েছে বিজেপি সাংসদরাও। বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে সংসদে তৃণমূলের বিরুদ্ধে সরব হবে বিজেপি সাংসদরা।

দেশে কোভিডের তৃতীয় ঢেউ আসতে চলেছে অথচ এখনও বহু নাগরিকদের দেওয়া হয়নি ভ্যাকসিন। দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের অভাব রয়েছে। দেশজুড়ে লাগাতার বাড়ছে পেট্রোলের দাম অথচ কেন্দ্রীয় সরকার পদক্ষেপ করছে না।  নতুন ৩ টি কৃষি বিল এখনও বাতিল করা হয়নি। কৃষকদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। এই বিষয় গুলি নিয়েই বাদল অধিবেশনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়াবে বিরোধী দলের সাংসদরা।

এ প্রসঙ্গে লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ ব্যানার্জি বলেন, ‘‌পেট্রোপণ্যের দামের প্রতিবাদে তৃণমূলের সাংসদরা সংসদে আজ সাইকেলে করে যাবেন। ভ্যাকসিনেশন নিয়ে আমরা আলোচনা চাইব। প্রয়োজনের তুলনায় অর্ধেক ভ্যাকসিন পাচ্ছে বাংলা। সরকারই বুধবার অল পার্টি মিটিংয়ে ভ্যাকসিনেশন নিয়ে আলোচনা করার প্রস্তাব দিয়েছে। কিন্তু বিরোধীরা বিরোধিতা করেছে। তাঁরা চাইছেন সংসদেই আলোচনা হোক।’‌ সংসদে পাল্টা তৃণমূলকে বিঁধতে তৈরি বিজেপিও।

এ প্রসঙ্গে বিজেপি সাংসদ অর্জুন সিং জানান, ‘‌বাংলায় ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ তুলব সংসদে। তৃণমূল যেভাবে রাজ্যে সন্ত্রাস তৈরি করছে সে কথা তুলে ধরব। বাংলায় আইনশৃঙ্খলা পুরো ভেঙে পড়েছে সেই কথা সংসদে বলব আমরা। দিল্লিতে ঘরছাড়াদের নিয়ে বিক্ষোভও দেখাব।’‌ 

Previous articleমহিলার উপর চড়ে বসেছেন পুলিশ কর্মী, ভাইরাল ভিডিয়ো দেখুন
Next articleকঠিন প্রশ্ন করুন বিরোধীরা , তবে সরকারকেও জবাব দেওয়ার সুযোগ দিন, বললেন মোদী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here