ষষ্ঠী–সপ্তমী বৃষ্টির পূর্বাভাস বঙ্গে জানিয়েছে হাওয়া অফিস

0
1464

দেশের সময় ওয়েবডেস্কঃ ভ্যাপসা গরম ও অস্বস্তি থেকে আপাতত রেহাই নেই বঙ্গবাসীর। কখনও প্রখর রোদের তাপ, আবার কখনও মেঘলা আকাশ। আবহাওয়ার এই খামখেয়ালিপনা থাকলেও ভারী বৃষ্টির স্বস্তির খবর আপাতত নেই। তবে বঙ্গবাসীকে চিন্তায় রাখছে হাওয়া অফিসের পূর্বাভাস। দুর্গাপুজোর সময় রাজ্যে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহওয়া দপ্তর। ষষ্ঠী এবং সপ্তমীর দিন বৃষ্টির সম্ভাবনা।

মৌসম ভবনের হিসেব বলছে, রাজ্য থেকে বর্ষা ১৪ অক্টোবরের মধ্যে চলে যায়। শিলিগুড়ি, জলপাইগুড়ি থেকে সাধারণত বর্ষা বিদায় নেয় ১২ অক্টোবর। তবে এবছর পরিবর্তিত পরিস্থিতিতে বর্ষা বিদায় নিতে অক্টোবরের শেষ সপ্তাহ হয়ে যেতে পারে। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হওয়ার কারণেই বর্ষা বিদায় নিচ্ছে না বলে মনে করা হচ্ছে। তারই প্রভাব দুর্গাপুজোয় পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে হাওয়া অফিস। 

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, ষষ্ঠী ও সপ্তমীতে রাজ্যে বৃষ্টি হতে পারে। তার মধ্যেই অবশ্য বর্ষা চলে যাওয়ার সম্ভাবনা। তবে পুজোর আগে অর্থাত্‍‌ বৃহস্পতিবার থেকে ২৩ অক্টোবর পর্যন্ত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন এলাকায় হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। কিন্তু গরম কমবে না। 

Previous articleমণীশের মহল্লায় আজ হাল্লা বোল মিছিল,নেতৃত্বে মুকুল রায় সতর্ক পুলিশ
Next articleপ্যাসেঞ্জার ট্রেনের নতুন টাইম টেবিল শীঘ্রই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here