শ্বশুর-শাশুড়িকে ঘুমের ওষুধ খাইয়ে প্রেমিককে নিয়ে পালানো দুই বৌমা গ্রেফতার

0
39

প্রতিবেশী যুবকের প্রতি ভালোবাসার টানে সোমবার সন্ধ্যায় শ্বশুর, শাশুড়ি, স্বামী, সন্তানদের ঘুমের ওষুধ খাইয়ে বেহুঁশ করে ঘর ছেড়েছিলেন দুই জা। তাঁদের পরিবারের লিখিত অভিযোগ পেয়ে মঙ্গলবার রাতে ওই দুই মহিলাকে বাগদার গোয়ালবাগি এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার পুলিশের গাড়িতে বসে দুই জা স্বীকার করেন, একই প্রেমিকের সঙ্গেই তাঁরা পালিয়েছিলেন। পালানোর সময় যাতে তাঁদের কেউ বাধা দিতে না পারেন, সে জন্য বাড়ির সকলকেই চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দিয়েছিলেন।

সূত্রের খবর, অভিযুক্ত যুবক সেখানে ছিলেন না। পুলিশ যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে। ধৃত দুই বধূকে বুধবারই হাজির করানো হয় বনগাঁ মহকুমা আদালতে।

উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের মালিদা গ্রামের ঘটনা। সূত্রের খবর, ওই গ্রামের একই পরিবারের দুই জায়ের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল প্রতিবেশী এক যুবকের। ওই বাড়ির ছোট ছেলে আনিসুর শেখের অভিযোগ, তিনি গ্যারাজে কাজ সেরে বাড়ি ফিরে দেখেন, তাঁর বৃদ্ধ বাবা-মা এবং তিন মেয়ে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। বাড়িতে স্ত্রী, বৌদি ছিলেন না। তিনি বাবা-মা এবং তিন মেয়েকে বাগদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করান।

আনিসুর জানান, বাবা-মায়ের জ্ঞান ফিরলে তিনি জানতে পারেন গোটা ঘটনা। এর পর পুলিশে অভিযোগ জানান। পুলিশের কাছে এও জানানো হয়, পরিবারের দুই বৌয়ের সঙ্গে আরিফের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তার ভিত্তিতেই আরিফ ও ওই দুই মহিলার খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। মঙ্গলবার রাতে মালিদা গ্রামেরই একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় তিনজনকে। পুলিশের দাবি, মোবাইল ফোনের টাওয়ারের লোকেশন দেখে তিন জনের সন্ধান মেলে।

তদন্তকারীদের একটি সূত্রের খবর, যে দুই মহিলা আরিফের সঙ্গে পালান, তাঁদের একজন আনিসুরের স্ত্রী। আগেও আনিসুরের স্ত্রী ও বৌদি আরিফের সঙ্গে ঘর থেকে পালিয়েছিলেন। পরে পরিবারের সন্তানদের কথা ভেবে দুই মহিলাদের বুঝিয়ে ঘরে ফেরানো হয়।

ওই প্রেমিকের সঙ্গে আগে দু’বার পালিয়েছেন বড় জা। ছোট জা পালিয়েছেন তিনবার। ওই প্রেমিককে সঙ্গে নিয়েই। তবে প্রতিবার তাঁদের ফিরিয়ে এনেছিল পরিবার। এলাকার একটি গ্যারেজ রয়েছে আনিসুরের। দাদা ইয়াসিন বিদেশে থাকেন।

Previous articleCAA ডেডলাইন- ৩১ ডিসেম্বর, ২০২৪,  সিএএ-তে নাগরিকত্বের আবেদনের সময় ১০ বছর বাড়িয়ে দিল কেন্দ্র
Next articleWeather updateপুজোর শপিংয়ের আনন্দ পণ্ড করবে বৃষ্টি?‌ কী বলছে হাওয়া অফিস?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here