শুক্রবার চন্দ্রগ্রহণ: রাশি অনুযায়ী জানুন প্রভাব কেমন

0
499

দেশের সময় ওয়েবডেস্কঃ আগামী শুক্রবার চন্দ্রগ্রহণ। চাঁদের গায়ে লাগবে পৃথিবীর ছায়া। জ্যোতিষ বিচারে গ্রহণ বিভিন্ন রাশির উপরে আলাদা আলাদা প্রভাব ফেলে। জেনে এই গ্রহণ কোন রাশির জাতক জাতিকাদের উপরে কেমন প্রভাব ফেলতে পারে।

কুম্ভ: কাজের জায়গায় অশান্তি হতে পারে। পুরনো চিন্তা ভাবনা সরিয়ে নতুন চিন্তার সঙ্গে কাজ করুন। আর্থিক ভাগ্য মধ্যম।

ধনু: এই রাশির জাতক-জাতিকারা বিভিন্ন ক্ষেত্রে বেগ পেতে পারেন৷ নেতিবাচক ভাবনা ছেড়ে ইতিবাচক চিন্তার সময় এসেছে৷

মকর: ভালবাসার মানুষের থেকে আঘাত আসতে পারে। জাতক জাতিকারা ভালবাসার মানুষের প্রতি বেশি যত্নবান হলে মঙ্গলকর হবে৷ আর্থিক ক্ষতিরও যোগ রয়েছে।

মীন: জাতক ও জাতিকারা আত্মবিশ্বাসের অভাব বোধ করবেন৷ প্রিয়জন বা কর্মক্ষেত্রে কারোর মনমালিন্য দেখা দিতে পারে৷

বৃশ্চিক: আয় বুঝে খরচ করুন, আর্থিক অভাব তৈরি হতে পারে৷ চিন্তার বেশ কয়েকটি বিষয় থাকবে৷ পথদুর্ঘটনার সম্ভাবনা।

তুলা: কর্মক্ষেত্রে বা ভবিষ্যত গড়ার ক্ষেত্রে পেতে পারেন সাফল্য৷ ব্যক্তিগত জীবনের আশান্তি অন্য কাজে প্রভাব ফেলবে৷

মিথুন: ব্যবসায়ে সাফল্য পেতে পারেন৷ নানা কারণে অবসাদ বাড়তে পারে৷ খরচ করুন হিসেব করে।

কর্কট : সাবধানে থাকুন অকারণে অন্যের ভাবাবেগকে আঘাত করবেন না ৷ খারাপ সময়ে বেশি ঝুঁকি নেবেন না ৷

মেষ: বন্ধুদের সঙ্গে মনমালিন্যে সমস্যা দেখা দিতে পারে তাই সাবধানে থাকুন৷

বৃষ: জাতক জাতিকারা জীবনে বেশ কয়েকটি নাটকীয় মোড় নিতে পারে৷

সিংহ: বেশ কিছু সমস্যা আগে থেকেই আঁচ করা সম্ভব হবে৷ সমস্যা কাটিয়ে ভাল পরিস্থিতি আসবে৷

কন্যা: জাতক জাতিকারা সাবধানে থাকুন। জলে বিপদের ভয় রয়েছে। পথঘাটে সতর্ক থাকুন। আর্থিক ঝুঁকি নেবেন না।

Previous articleফের ভাটপাড়া তৃণমূলের, বিজেপি যাচ্ছে সুপ্রিম কোর্টে
Next article২২ জানুয়ারি, নির্ভয়া কাণ্ডে ৪ দোষীর ফাঁসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here