শীতের ‘কামব্যাক’, মকর  সংক্রান্তিতে কি ফিরবে কনকনে ঠান্ডা?

0
21

দুর্দান্ত ইনিংসের পরে শীত ঝিমিয়ে পড়ায় অনেকেই ভেবেছিলেন এ বার হয়তো বিদায় নেওয়ার পালা। সেই জল্পনাকে ভুল প্রমাণ করে ফের দাপটের সঙ্গে ফিরে এসেছে শীত।  সোমবার থেকে বাংলায় ফের শীতের কামব্যাক ঘটল। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রিতে উঠলেও সোমবার ফের শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছে ১২ ডিগ্রির ঘরে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল বাংলায় শীত জারি তাকবে। সামনেই মকর সংক্রান্তি, ঠান্ডা কি আরও বাড়বে?

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী দু-তিন দিন কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা বেশ খানিকটা নেমে যাবে। যদিও উত্তরবঙ্গেও তাপমাত্রার আপাতত বিশেষ বদল হবে না। জাঁকিয়েই ঠান্ডা থাকবে আগামী সাত দিন। অর্থাৎ পৌষ সংক্রান্তিতে হাড় কাঁপানো কনকনে শীত অনুভূত হবে। কুয়াশার দাপটও থাকবে জেলায় জেলায়।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ এ রাজ্যের উপর সরাসরি কোনও প্রভাব ফেলতে পারেনি। তবে নিম্নচাপের টানে জলীয় বাষ্পপূর্ণ মেঘ হঠাৎ ঢুকে পড়েছিল দক্ষিণবঙ্গের আকাশে। যার জেরেই সাময়িক ভাবে বাধা পেয়েছিল হিমেল উত্তুরে হাওয়া। কিন্তু সেই মেঘ সরে যেতেই আবার সক্রিয় উত্তুরে হাওয়া। আর তার ফল মিলেছে রবিবার রাতেই।


ঠান্ডার সঙ্গে বজায় থাকবে কুয়াশার দাপটও। কলকাতার আকাশ পরিষ্কার থাকলেও দুই বঙ্গের একাধিক জেলাতে কুয়াশার কারণে কমবে দৃশ্যমানতা। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার-সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বঙ্গে। মোটের উপর শুষ্ক থাকবে আবহাওয়া।অবাধে উত্তুরে হাওয়া প্রবেশ করছে রাজ্যে। ফলে আপাতত কয়েক দিন তাপমাত্রা এমন থাকবে বলে পূর্বাভাস। কোথাও বৃষ্টির সম্ভাবনাও নেই। ফলে জাঁকিয়ে শীত অনুভূত হচ্ছে সর্বত্র। যদিও আকাশ পরিষ্কার থাকায় দিনের বেলায় রোদের দাপটে শীতের অনুভূতি কিছুটা কমতে পারে, তবে সূর্যাস্তের পর এবং ভোরের দিকে ফের জাঁকিয়ে ঠান্ডা পড়বে।

অবাধে উত্তুরে হাওয়া প্রবেশ করছে রাজ্যে। ফলে আপাতত কয়েক দিন তাপমাত্রা এমন থাকবে বলে পূর্বাভাস। কোথাও বৃষ্টির সম্ভাবনাও নেই। ফলে জাঁকিয়ে শীত অনুভূত হচ্ছে সর্বত্র। যদিও আকাশ পরিষ্কার থাকায় দিনের বেলায় রোদের দাপটে শীতের অনুভূতি কিছুটা কমতে পারে, তবে সূর্যাস্তের পর এবং ভোরের দিকে ফের জাঁকিয়ে ঠান্ডা পড়বে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া: দক্ষিণবঙ্গে আগামী দু’দিন রাতের বা সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তার পরের চার থেকে পাঁচ দিন সেই তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

উত্তরবঙ্গর আবহাওয়া: কনকনে শীত বজায় থাকবে। গত সপ্তাহেও দার্জিলিঙে হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা থাকলেও আপাতত তা আর নেই। শুষ্ক আবহাওয়া থাকবে। তবে উত্তরবঙ্গজুড়ে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতার আবহাওয়া: গত মঙ্গলবার কলকাতায় তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে নেমেছিল। তবে রবিবার এক ধাক্কায় পারদ বেড়ে গিয়েছিল বেশ খানিকটা। যদিও শীতে ঘাটতি নেই। সোমবার ফের পারদ পতন হয়েছে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তুরে হাওয়ার দাপটে আগামী ৫ থেকে ৬ দিন আবহাওয়ার এই পরিস্থিতিতে বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে আগামী এক সপ্তাহ শীতের আমেজ বজায় থাকবে শহরে।

Previous articleমমতার পর যাদবপুর ৮বি থেকেই মিছিল করলেন শুভেন্দু , ‘মমতাকে নকল করছেন’, খোঁচা তৃণমূলের
Next articleSwami Vivekananda Birthday: স্বামীজির আদর্শকে স্মরণ, বেলুড় মঠে সাড়ম্বরে পালিত হচ্ছে বিবেকানন্দের জন্মবার্ষিকী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here