শারদোৎসব উপলক্ষে বনগাঁয় কাশফুল ও ভ্রমণ দিশা পত্রিকা প্রকাশিত হল শনিবার

0
1092

দেশের সময়: শারদোৎসব উপলক্ষে শনিবার বিকেলে বনগাঁর হরিদাসপুর এলাকায় কাশফুল ও ভ্রমণ দিশা সহ মোট চারটি পত্রিকা প্রকাশিত হলো । অনুষ্ঠানের মূল উদ্যোক্তা কাশফুল পত্রিকা গোষ্ঠী। উদ্যোক্তাদের পক্ষে জয়ন্ত বিশ্বাস জানান, তার সম্পাদিত কাশফুল পত্রিকা এবং বিশিষ্ট ব‍্যবসায়ী তথা লেখক বিনয় সিংহের লেখা প্রথম ভ্রমণ সাহিত্য পত্রিকাটি প্রকাশিত হয়।

এর পাশাপাশি একই মঞ্চ থেকে আরও দুটি সাহিত্য পত্রিকা প্রকাশিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপন চক্রবর্ত্তী, বাবলু রায়, দেবাশীষ রায় চৌধুরীর মতো এক ঝাঁক কবি, সাহিত্যিক। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ভ্রমণ সাহিত্য রচনা করছেন বনগাঁর বর্ষিয়ান ব্যবসায়ী বিনয় সিংহ। তার লেখা দীর্ঘদিন ধরেই বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়ে আসছে।

সেই সব লেখাই পরিমার্জিত হয়ে বই আকারে ‘ভ্রমণ দিশা’ নাম নিয়ে এই প্রথম প্রকাশিত হল। লেখকের কথায়, তার এই বই সাহিত্যপ্রেমীদের বিশেষ করে ভ্রমণ সাহিত্য প্রেমীদের মন জয় করবে।

Previous articleবনগাঁ পুজোর গাইড ম্যাপ উদ্বোধন করলেন পুলিশ সুপার তরুন হালদার। উপস্থিত ছিলেন মহকুমা শাসক
Next articleতর্পণের পুণ্যতিথিতেও রাজনীতি টেনে আনল বিজেপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here