দেশের সময়, বনগাঁ: একেই করোনা পরিস্থিতি তার ওপরে নিম্নচাপের জেরে বৃষ্টিকে সঙ্গী করেই শারদোৎসবে মেতে উঠেছে সীমান্ত শহর বনগাঁ। যদিও আড়োম্বরে অন্যান্য বারের তুলনায় অনেকটাই কম। সরকারি স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি পুজো কমিটি পুজোর আয়োজন করেছে।গত কয়েক বছর ধরেই বড় বাজেটের পুজোর আয়োজন করে দর্শনার্থীদের মন কেড়ে নিচ্ছে বনগাঁর শিমুলতলা আয়রনগেট স্পোর্টিং ক্লাব ও শিমুলতলা অধিবাসীবৃন্দ। এবারে ৩৫ তম বর্ষে তাদের আয়োজন সিকিমের নামচি পর্বতে অবস্থিত চারধাম মন্দিরের আদলে পুজোমন্ডপ। এই চার নাম হল বদ্রিনাথ, জগন্নাথ, দ্বারকা এবং রামেশ্বরম। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালী এই পুজোর উদ্বোধন করেছেন।
বিদ্যাসাগরের জন্মের দ্বিশতবর্ষ পূর্তি উপলক্ষে বর্ণপরিচয়কে থিম করে পুজোমন্ডপ সাজিয়ে তুলেছে ১২-র পল্লী স্পোর্টিং ক্লাব। পুজোর পাশাপাশি ৪ হাজার দু:স্থ মানুষের হাতে নতুন বস্ত্র, ৭০০ স্কুল পড়ুয়াকে ব্যাগ সহ পড়াশোনার সামগ্রী তুলে দেওয়ার সঙ্গে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, রক্তদান শিবিরের আয়োজন করেছে তারা।
পুজোর খরচ বাঁচিয়ে কাজ হারানো ৩৫০ জন রেল হকারের হাতে খাদ্যসামগ্রী, মাস্ক, স্যানিটাইজার দিচ্ছে মহিলা পরিচালিত রেটপাড়া স্পোর্টিং ক্লাব। শারদোৎসব উপলক্ষে ১৫০ জন দরিদ্র মানুষকে বস্ত্রদান করছে বনগাঁ নির্ভয়া ওয়েলফেয়ার এসোসিয়েশন। করোনার কারনে আয়োজনে ছোট করে এবারেও পুজোর আয়োজন করেছে এগিয়ে চলো সংঘ, ঐক্য সম্মিলনী, বলাকা সমিতি, প্রতাপগড় স্পোর্টিং ক্লাব, উজ্জ্বল সংঘের মতো ক্লাবগুলি।