লাদাখে ভারত-চিন সংঘাত নিয়ে সর্বদল বৈঠক ডাকলেন মোদী

0
1090

দেশের সময় ওয়েবডেস্কঃ চিন-ভারত সীমান্ত সংঘর্ষ নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে সে বিষয়ে আলোচনা করতে সর্বদল বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দফতরের তরফে টুইট করে সর্বদলীয় বৈঠকের কথা জানানো হয়েছে। আগামী ১৯ জুন, শুক্রবার, ভিডিও কনফারেন্সের মাধ্যমে হবে ওই বৈঠক। বিকেল পাঁচটার সময় ওই বৈঠক শুরু হবে।

মঙ্গলবার দুপুরের পরই সংঘর্ষের খবর প্রকাশ্যে আসে। প্রথমে জানা যায় ভারতীয় সেনাবাহিনীর এক কর্নেল ও দুই জওয়ান চিনা সেনাদের হামলায় নিহত হয়েছেন। তারপর এও জানা যায়, শুধু ভারতীয় জওয়ানরা মারা যাননি। পাল্টা আঘাতে চিনা সেনাদেরও প্রাণ গিয়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায়। চিনের সরকারি মুখপত্র গ্লোবাল টাইমস সে কথা স্বীকারও করে নেয়।

পূর্ব লাদাখে গালওয়ান উপত্যকায় ভারত ও চিনা সেনাদের মধ্যে যে রক্তক্ষয়ী সংঘাত হয়েছে তা নিয়ে মঙ্গলবার সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানের সঙ্গে গভীর রাত পর্যন্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদসংস্থা এএনআই জানাচ্ছে, ওই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং বিদেশমন্ত্রী এস জয় শঙ্কর। রাত ১০ টা নাগাদ বৈঠক শুরু হয়। চলে অনেক রাত পর্যন্ত।

মঙ্গলবার বিকেল থেকে সেনাপ্রধান এমএম নারাভানের সঙ্গে বৈঠকে বসেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেই বৈঠক চলে প্রায় ছ’ঘণ্টা। তারপর ফের প্রধানমন্ত্রী জরুরি ভিত্তিতে বৈঠক করেন।

প্রধানমন্ত্রীর সেই বৈঠকের আগেই অবশ্য খবর আসে ভারতীয় সেনাবাহিনীর তিন জন জওয়ান নন। মোট ২০ জন শহিদ হয়েছেন। সঙ্গে এও জানা যায় চিনের পিপলস লিবারেশন আর্মির ৪৩ জন নিহত হয়েছেন। যদিও বেজিংয়ের তরফে ক্ষয়ক্ষতির নির্দিষ্ট কোনও পরিসংখ্যান দেওয়া হয়নি।.

তবে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে ইতিমধ্যেই সরব হতে শুরু করেছে বিরোধীরা। বুধবার সকালে সরাসরি মোদীকে নিশানা করে একটি ভিডিও টুইট করেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ভিডিওবার্তায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় দেশের জন্য যাঁরা প্রাণ দিয়েছেন তাঁদের প্রতি শোক জ্ঞাপন করেন ওয়ানাড়ের সাংসদ।

সেইসঙ্গে ওই ভিডিওতে মোদীর উদ্দেশে রাহুল বলেন, “দু’দিন আগে ভারতের ২০ জন সেনারা প্রাণ গেল। ওরা (পড়ুন চিন) এই পরিবারগুলি থেকে তাঁদের সন্তানদের ছিনিয়ে নিল। এবার আপনি প্রকাশ্যে এসে সত্যিটা বলুন। চিন আমাদের জমিতে থাবা বসাচ্ছে, আমাদের ভূখণ্ড দখল করে নিচ্ছে, প্রধানমন্ত্রীজি আপনি নীরব কেন? আপনি কোথায় লুকোতে চাইছেন? আপনি সামনে আসুন। গোটা দেশ আপনার সঙ্গে রয়েছে। সামনে এসে সত্যিটা বলুন। ভয় পাবেন না।” কাকতালীয় ভাবে তার ঠিক কয়েক ঘণ্টার মধ্যেই সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী।

Previous articleচিনা সেনার হামলায় মৃত কর্নেল বি সন্তোষ বাবু, ছেলের জন্য গর্বিত -মা মঞ্জুদেবী
Next article১৬ কোটি বাড়িতে সমীক্ষা করেছেন স্বাস্থ্যকর্মীরা: মমতা বন্দ্যোপাধ্যায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here