লক্ষ্মীপুজোর দিন সোনা-রুপোর দর কী? জানুন:

0
833

দেশের সময় ওয়েবডেস্কঃ শুক্রবার সকালে দাম বাড়ল সোনার। আন্তর্জাতিক বাজারের উল্টো পথে গিয়ে এদিন সকালের প্রারম্ভিক বেচাকেনায় এই ধাতুর ফিউচার প্রাইস বৃদ্ধি পেয়েছে। যদিও নিম্নমুখী রুপো। অন্যদিকে, প্রতিযোগী অন্যান্য মুদ্রার তুলনায় ক্রমশ শক্তি সঞ্চয় করছে মার্কিন ডলার। যার জেরে আন্তর্জাতিক বাজারে সোনার দাম পিছলে গিয়ে একমাসের মধ্যে সর্বনিম্ন স্তরে পৌঁছে গিয়েছিল।

১.৮ ট্রিলিয়ন মার্কিন ত্রাণ প্যাকেজের আশায় কয়েক দিন আগেও চরচর করে বাড়ছিল সোনার দাম। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের শাসক ও বিরোধী শিবিরে মতপার্থক্যের কারণে আপাতত প্যাকেজ ঘোষণা বিশ বাঁও জলে। ৩ সেপ্টেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্যাকেজের ঘোষণার সম্ভাবনা নেই বলে বুধবার স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা। ফলে বিশ্ব বাজারে হাওয়াই মিঠাইয়ের মতো পড়ে গিয়েছে সোনার দাম।

দিনের প্রারম্ভিক বেচাকেনায় ভারতের মাল্টি-কমোডিটি এক্সচেঞ্জে সোনার ডিসেম্বর ফিউচার মূল্য ০.২৬ শতাংশ বা ১৩২ টাকা বৃদ্ধি পেয়েছে। ফলে ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৫০,৪১২ টাকা। অন্যদিকে, রুপোর ডিসেম্বর ফিউচার দাম কমেছে ০.৬৩ শতাংশ বা ৩৭৮ টাকা। ফলে প্রতি কিলো রুপোলি ধাতুর দাম দাঁড়িয়েছে ৬০,৫৫০ টাকা।

আন্তর্জাতিক প্রভাবে স্পট মার্কেটে বৃহস্পতিবার সোনার দাম হ্রাস পেয়েছিল। দিল্লিতে প্রতি ১০ গ্রাম সোনার দাম ১২১ টাকা হ্রাস পেয়ে হয়েছিল ৫০,৬৩০ টাকা। অন্যদিকে, রুপোর দাম প্রতি কিলোয় ১,২৭৭ টাকা হ্রাস পায়। ফলে এর দাম দাঁড়ায় ৬০,০৯৮ টাকা।

ডলারের মূল্যবৃদ্ধি এবং মার্কিন স্টিমুলাস প্যাকেজের আশা অস্তমিত হওয়ায় আন্তর্জাতিক বাজারে গতকাল স্পট গোল্ডের দাম প্রায় এক মাসের মধ্যে তলানিতে এসে ঠেকেছিল। তবে এদিন সোনালি ধাতুর দাম প্রায় অপরিবর্তিত আছে। এদিন ভারতীয় সময় ভোর সাড়ে ৬টা নাগাদ প্রতি আউন্স সোনার দর দাঁড়ায় ১,৮৬৭.৩০ মার্কিন ডলার। অন্যদিকে, রুপোর দাম কমেছে ০.১ শতাংশ। অন্য ধাতুগুলির মধ্যে প্ল্যাটিনামের দাম ০.৩ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ০.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, এখন ভালো সময় যাচ্ছে মার্কিন ডলারের। এক মাসের মধ্যে সর্বোচ্চ স্তরে আছে মার্কিন মুদ্রা।

Previous articleএক ভারত, শ্রেষ্ঠ ভারত:
Next articleআজ থেকে ভারতে পাবজি অ্যাপ আর কাজ করবে না

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here