লকডাউনে সমস্ত মদের দোকান বন্ধ থাকবে,জানালেন মুখ্য সচিব

0
993

দেশের সময় ওয়েবডেস্কঃ লকডাউন মানে পুরোপুরি লকডাউন। সেখানে মদের দোকানকেও কোনও ভাবে ছাড় নয়। কারণ তা জরুরি বা অত্যাবশ্যকীয় পণ্য নয়। শনিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় পষ্টাপষ্টি জানালেন, রবিবার থেকে টানা ১৫ দিন রাজ্যে সমস্ত মদের দোকান বন্ধ থাকবে।

গত বছরও লকডাউনের সময়ে গোড়ার দিকে মদের দোকান খোলা ছিল। কিন্তু এক শ্রেণির অসাধু ব্যবসায়ী তার মধ্যেই কালোবাজারি শুরু করে। পরে সরকার মদের দোকান খোলায় ছাড় দেয়। কিন্তু দেখা যায়, মদের দোকানের বাইরে এত লম্বা লম্বা লাইন পড়েছে যে তাতে সামাজিক দূরত্ব শিকেয় উঠেছে। লকডাউনের উদ্দেশ্য হল, সংক্রমণের শৃঙ্খল ভাঙা।

কিন্তু মদের দোকান খোলা রাখতে গিয়ে দেখা যায়, তা সম্ভব হচ্ছে না। তাই এ বার কোনও ঝুঁকি নিল না সরকার।
তবে মদের দোকান বন্ধ থাকলেও মিষ্টির দোকান সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা থাকবে। মুখ্য সচিব বলেন, মিষ্টির দোকানের সঙ্গে দুধ ও তার জোগানের সম্পর্ক রয়েছে। অনেকের জীবিকাও এর সঙ্গে জড়িত। তাই দিনে সীমিত সময়ের জন্য মিষ্টির দোকান খোলা থাকবে।

Previous articleলকডাউন: কোভিড বিধিনিষেধ না মানলে মহামারি আইনে ব্যবস্থা, কড়া নির্দেশ নবান্নের,২১ বিধিনিষেধ এক নজরে
Next articleDesher Samay ePaper দেশের সময় ই পেপার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here