রোমে বিশ্ব শান্তি সম্মেলনে আমন্ত্রিত মমতা বন্দ্যোপাধ্যায়! থাকবেন জার্মানির অ্যাঞ্জেলা মর্কেল, পোপ ফ্রান্সিস

0
850

দেশের সময় ওযেবডেস্কঃ একটি আন্তর্জাতিক সমাজসেবামূলক সংগঠনের উদ্যোগে রোমে অনুষ্ঠিত হতে চলা বিশ্ব শান্তি বৈঠকে আমন্ত্রণ পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনই এই আমন্ত্রণপত্র এসে পৌঁছেছে নবান্নে। কমিউনিটি অফ সন্ত এগিডিও আয়োজিত বিশ্ব শান্তি বৈঠকে মমতার পাশাপাশি আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন পোপ ফ্রান্সিস, ইজিপ্টের ইমাম আহমেদ আল তায়ৈব, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল। আগামী ৬ ও ৭ অক্টোবর রোমে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

সামাজিক ক্ষেত্রে বিশেষত গরিব এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষের জন্য মুখ্যমন্ত্রীর অবদানের কথা মাথায় রেখেই তাঁকে এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে৷ গোটা বিশ্বের প্রায় পাঁচশো জন জনপ্রিয় রাজনৈতিক নেতা এবং ধর্মগুরুরা এই সম্মেলনে উপস্থিত থাকেন বলে সংগঠনের আমন্ত্রণ পত্রে জানানো হয়েছে৷ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে এই আমন্ত্রণপত্র পৌঁছেও গিয়েছে৷

বিশ্বজুড়ে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য সারা বছর কাজ করে এই সংস্থা। আন্তর্জাতিক রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্বদের সঙ্গে মমতাকে আমন্ত্রণ উল্লেখযোগ্য সম্মান বলেই মনে করছেন অনেকে। মমতা বন্দ্যোপাধ্যায় দু’দিনের বৈঠকে উপস্থিত থাকলে তা তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করছেন পর্যবেক্ষকদের অনেকে।

প্রসঙ্গত, এর আগে একাধিক আন্তর্জাতিক অনুষ্ঠানের মঞ্চে আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী। মাদার টেরেসারকে সন্ত ঘোষণার দিনে ভ্যাটিক্যান সিটিতে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন যে চিঠি নবান্নে এসেছে তাতে লেখা হয়েছে, “প্রথমে আপনাকে তৃতীয়বার সরকারে আসার জন্য অভিনন্দন জানাই। যেভাবে আপনি গত ১০ বছর ধরে সাধারণ মানুষের সামাজিক সুরক্ষা ও উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন তার জন্য অভিনন্দন।

যে সংগঠনের তরফে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে, তাদের নাম কমিউনিটি অফ সান্ট এগিদিও৷ মূলত গৃহহীন, অসুস্থ এবং গরিব মানুষের জন্যই কাজ করে এই সংগঠন৷ ১৯৮৭ সাল থেকেই বিশ্ব জুড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে তারা৷ ইউরোপ এবং ভূমধ্যসাগরীয় বিভিন্ন দেশে অতীতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে৷

আমন্ত্রপত্রে সংগঠনের সভাপতি লিখেছেন, ‘গত দশ বছর ধরে একটানা সামাজিক ন্যায়বিচার, দেশের উন্নতি এবং শান্তির জন্য কাজের জন্য এবং নির্বাচনে জয় পাওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন৷’উদ্যোক্তাদের তরফেই চিঠিতে জানানো হয়েছে, এই সম্মেলনে উপস্থিত থাকার বিষয়ে ইতিমধ্যেই সম্মতি দিয়েছেন জার্মান চাঞ্চেলর অ্যাঞ্জেলা মর্কেল, পোপ ফ্রান্সিস সহ ইটালির শীর্ষ নেতৃত্ব৷ প্রসঙ্গত ২০১৬ সালেও রোম সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

আগামী ৬ ও ৭ অক্টোবর রোমে অনুষ্ঠিত হতে চলা বিশ্ব শান্তি বৈঠকে আপনাকে আমন্ত্রণ জানাই। এই শান্তি বৈঠকের এবারের থিম ‘পিপলস অ্যাস ব্রাদার্স, ফিউচার আর্থ’।

Previous articleমমতার ‘জলস্বপ্ন’ প্রকল্পকে আরও প্রসারিত করার উদ্যোগে জেলা গুলিতে নির্দেশিকা পাঠাল নবান্ন
Next articleDaily Horoscope: কেমন যাবে লক্ষীবার জানুন রাশি অনুযায়ী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here