দেশের সময় ওয়েবডেস্কঃ প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের রেনাল প্যারামিটারে যে সমস্যা দেখা দিয়েছিল তার কিছুটা উন্নতি হয়েছে বলে জানাল সেনা হাসপাতাল। শনিবারের বুলেটিনে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রেনাল প্যারামিটার সমস্যার কিছুটা উন্নতি হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতির। তবে তাঁর ফুসফুসের সংক্রমণের চিকিৎসা চলছে। এখনও গভীর কোমায় রয়েছেন প্রণববাবু। তাঁকে ভেন্টিলেটর সাপর্টেই রাখা হয়েছে।
গত সপ্তাহে বুধবার উদ্বেগ বেড়েছিল প্রণববাবুর শারীরিক অবস্থা নিয়ে। সেনা হাসপাতাল জানায়, ভেন্টিলেটর সাপোর্ট ও কোমায় থাকা অবস্থাতেই তাঁর ফুসফুসে সংক্রমণ ছড়িয়েছে তাঁর বৃহস্পতিবার অবশ্য কিছুটা উন্নতি হয় বর্ষীয়ান এই নেতার শারীরিক অবস্থার। তাঁর শ্বাসপ্রশ্বাসের যে সমস্যা ছিল বৃহস্পতিবার তা কিছুটা কমে বলে বুলেটিনে জানায় সেনা হাসপাতাল। তারপর শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রণববাবুর শারীরিক অবস্থায় কোনও বদল হয়নি বলেই জানায় হাসপাতাল।
গত ৯ অগস্ট রাতে নয়াদিল্লির রাজাজি মার্গের বাড়িতে বাথরুমে ভারসাম্য হারিয়ে পড়ে যান প্রণব মুখোপাধ্যায়। মস্তিষ্কে আঘাত নিয়ে পর দিন, ১০ অগস্ট সেনা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। প্রাক্তন রাষ্ট্রপতির কোভিড রিপোর্টও পজিটিভ আসে। মস্তিষ্কে যে রক্ত জমাট বেঁধেছিল তা বের করতে অস্ত্রোপচার করেছিলেন চিকিৎসকরা। কিন্তু অস্ত্রোপচারের পরে আর জ্ঞান ফেরেনি তাঁর। এর পরে গভীর কোমায় চলে যান প্রাক্তন রাষ্ট্রপতি।
সপ্তাহ দুয়েক আগে সকালে প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় টুইট করে আশার খবর দিয়েছিলেন। বলেছিলেন, আগের দিন হাসপাতালে গিয়ে তিনি তাঁর বাবাকে দেখে এসেছেন। পরিস্থিতির উন্নতি হয়েছে। ভগবানের কৃপা এবং সাধারণ মানুষের শুভেচ্ছায় প্রণব মুখোপাধ্যায় দ্রুত বাড়ি ফিরে আসবেন।