রাস উৎসবকে ঘিরে সম্প্রীতির মেলবন্ধন চালকি মাতৃমন্দিরে

0
968

দেশের সময়,বনগাঁ: রাস উৎসবকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন তৈরি হয় উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার গ্রামে চালকি গ্রামে। চালকি মাতৃমন্দির রাস উৎসব কমিটির উদ্যোগে গত ৪৭ বছর ধরে এখানে রাস উৎসবের আয়োজন করা হচ্ছে।

এ বছরও মহা ধুমধামের সঙ্গে এই উৎসব শুরু হয়েছে। উৎসব কমিটির সহ-সভাপতি সৌমেন দত্ত জানান, এখানে পুজো পরিচালনার জন্য যে কমিটি রয়েছে সেখানে হিন্দুদের পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের মানুষও কমিটির সদস্য হিসেবে রয়েছেন। ফলে এখানে এই উৎসবে দুই সম্প্রদায়ের মানুষ সমান ভাবে অংশ নিয়ে তা পালন করেন।

এবারে ১৯ নভেম্বর সন্ধ্যায় বনগাঁ থেকে শোভাযাত্রা সহকারে গ্রামের মন্দির পর্যন্ত পায়ে হেঁটে বিগ্রহ নিয়ে আসা হয়। শোভাযাত্রায় আদিবাসী নৃত্য, খোল করতাল, মহিলা ঢাকি, নানা সাজে মডেল রাখা হয়েছিল। ১১ই নভেম্বর থেকে উৎসবের মূল অনুষ্ঠান শুরু হয়। মন্দির প্রাঙ্গণে মঞ্চ বেঁধে সেখানে প্রতি সন্ধ্যায় প্রথমে ধর্মীয় অনুষ্ঠান এবং পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিদিনই লোক আঙ্গিকের নানা অনুষ্ঠান পরিবেশন করা হচ্ছে। উৎসব উপলক্ষে রাস্তার দু’ধার দিয়ে মেলা বসেছে। বহু রাত পর্যন্ত মানুষ প্রতিমা দর্শন এবং মেলা পরিক্রমা করছেন।

আগামী সোমবার অন্ন ভোগের আয়োজন করা হয়েছে। সেখানে চালকি সহ আশপাশের গ্রামের হাজার হাজার ভক্ত প্রসাদ গ্রহণ করবেন।

Previous articleসরকার ইনসেনটিভ দেবে,৮ ঘণ্টার জায়গায় ১২ ঘণ্টা কাজ করুন বসিরহাটে মুখ্যমন্ত্রী
Next articleবিজেপির পুরসভা অভিযানে জলকামান-লাঠিচার্জ,গ্রেফতার রিমঝিম মিত্র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here