রাস্তার কুকুর হাসপাতালে রাখা দেহ খুবলে খাওয়ার চেষ্টা দেখুন সেই ভিডিও,যোগী-রাজ্যের এই দৃশ্য দেখে শিউড়ে উঠেছেন সবাই

0
690

দেশের সময়ওয়েব ডেস্কঃ রাস্তার একটি কুকুর হাসপাতালের সিঁড়ির পাশে স্ট্রেচারে সাদা কাপড়ে ঢাকা একটি দেহ খুবলে খাওয়ার চেষ্টা করছে।

উত্তরপ্রদেশের সম্বল জেলার সরকারি হাসপাতালের এই ভিডিয়ো ক্লিপ প্রকাশ্যে আসতেই শিউড়ে উঠেছেন সবাই। সমালোচনার ঝড় সব মহলে। বুধবারই আলিগড়ে এক সদ্যজাতের মৃত্যুর পর তার পরিবার অভিযোগ করেছিল, মৃত শিশুর দেহে কুকুর বা বিড়ালের আঁচড়ের চিহ্ন রয়েছে। তার পর প্রকাশ্যে এল এই ঘটনা। যা সামনে আসতেই যোগী-রাজ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা৷ দেখুন ভিডিও

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে পথদুর্ঘটনায় জখম হয় মেয়েটি। তার বাবা চরণ সিংহ সংবাদ সংস্থা এএনআইকে জানান, ‘‘প্রায় দেড় ঘণ্টা দেড়েক সময় দেহ হাসপাতালের স্ট্রেচারে ফেলে রাখা হয়েছিল। খুব অবহেলা করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।’’ হাসপাতাল কর্তৃপক্ষ রাস্তার কুকুর ঢুকে পড়ার ঘটনার কথা স্বীকার করলেও অবহেলার অভিযোগ অস্বীকার করেন।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রাস্তার কুকুর হাসপাতালে ঢুকে পড়ার সমস্যা দীর্ঘ দিনের। স্থানীয় পুরসভা এবং প্রশাসনকে এর আগে চিঠি লিখে জানানো হলেও কোনও ব্যবস্থা নেয়নি তারা। যদিও বৃহস্পতিবারের ওই ঘটনার জন্য তাঁদের কোনও দায় নেই বলেও জানিয়েছেন হাসপাতালের চিফ মেডিক্যাল সুপারিনটেন্ডেন্ট। উল্টে মৃতের পরিবারের উপরই দোষ চাপাচ্ছেন

হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, ‘‘সমস্তকিছু প্রয়োজনীয় কাজ কর্মের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পরিবার ময়নাতদন্ত করতে রাজি হয় নি। তাঁরা দেহ নিয়ে যেতে চেয়েছিলেন। পরিবারের লোকই মনে হয় কিছু সময়ের জন্য দেহ ফেলে রেখেছিল। তখনই ওই ঘটনা ঘটে।’’ তবে, এই ঘটনা প্রকাশ্যে আসার পর হাসপাতাল কর্তৃপক্ষ এক ওয়ার্ড বয় এবং এক সাফাইকর্মীকে সাসপেন্ড করা হয়েছে বলে জানাগিয়েছে।

যোগী-রাজ্যে হাসপাতালে দেহ কুকুরের খুবলে খাওয়ার এই ভিডিয়ো সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সমাজবাদী পার্টির তরফে এই ভিডিয়ো ক্লিপিংটি তাদের নিজস্ব টুইটার হ্যান্ডেলে শেয়ার করা হয়। এই ঘটনার দ্রুত পদক্ষেপ করার দাবিও জানানো হয়৷

Previous articleমেঘলা আকাশ বাড়ছে তাপমাত্রা, জাঁকিয়ে শীত কী ফিরবে? কী জানিয়েছে হাওয়া অফিস
Next articleবনগাঁয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সাতসকালে দিলীপ ঘোষ,তৃণমূলের আক্রমণে বিজেপির চাপ কি বাড়ল!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here