রাশিফল: আজকের দিন কোন রাশির জন্য কেমন জানুন

0
617

মেষ
শরীর
হাই ক্যালোরির খাবার আজ খাবেন না। সকালে যোগাসন করুন। অযথা মেজাজ হারাবেন না।
অর্থ
চেষ্টা করবেন অযথা টাকা খরচ না করতে। যা আছে, তা দিয়ে মানিয়ে নিন।
প্রেম
তৃতীয় ব্যক্তি আজ আপনাদের মাঝে অশান্তি তৈরি করবে। শান্ত থাকার চেষ্টা করুন।

বৃষ
শরীর
আজ সুস্থ থাকবেন সারাদিন। তাই ফুরফুরে মেজাজেই কাটবে দিনটা।
অর্থ
বাড়তি টাকাপয়সা একটি নিরাপদ জায়গায় রাখুন, ভবিষ্যতে কাজে দেবে।
প্রেম
কাক চিল বসতে পারবে না আজ বাড়িতে। সাবধানে থাকুন দুজনেই। ঝগড়া করলেও মাথা ঠাণ্ডা রাখার চেষ্টা করুন।

মিথুন
শরীর
শারীরিক পরিশ্রম আজ লম্বা রাস্তা ভ্রমণের ক্ষেত্রে আপনার অসুবিধা করতে পারে। তাই বাড়িতেই থাকুন, বিশ্রাম করুন।
অর্থ টাকা পয়সা নিয়ে পরিবারের কারও সাথে অযথা ঝামেলায় যাবেন না। তাতে ফল হবে উল্টো।
প্রেম প্রিয়জন আজ খুব ফূর্তিতে থাকবেন, তাঁর আনন্দেই নিজের আনন্দ খুঁজে পাবেন।


কর্কট
শরীর

দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পাওয়ার দিন আজ। তবে আজ রাস্তাঘাটে বেরোতে যাবেন না। বাড়িতেই বিশ্রাম করুন।
অর্থ
জমি-বাড়ি সংক্রান্ত বিষয়ে নজর দিন। আজ বৈষয়িক দিক থেকে খুব পজিটিভ দিক।
প্রেম
কাছের মানুষ আজ খুবই বিরক্ত করবেন আপনাকে। কিন্তু তাঁর ঘ্যানঘ্যান আপনাকে সহ্য করতেই হবে। নইলে সম্পর্কটা ভেস্তে যেতে পারে।

সিংহ

শরীর
অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন এবং সাবধানে যাতায়াত করুন। নইলেই বিপদ।
অর্থ অযথা খরচ করতে যাবেন না। তাতে আপনারই পরে সমস্যা বাড়বে।
প্রেম কাছের মানুষের সংবেদনশীলতা আজ আপনাকে ভাবাবে। তাঁকে বোঝার চেষ্টা করুন।

কন্যা
শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন হওয়ার সময় এসেছে। নেশা থেকে দূরে থাকুন।
অর্থ বিনিয়োগের সময়ে মাথা ঠাণ্ডা করে সই করবেন। নইলে লোকসানের সম্ভাবনা রয়েছে।
প্রেম সঙ্গী আজ আপনার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়বেন। তাঁর এই ভূমিকা আপনাকে আপ্লুত করবে।

তুলা
শরীর
যত্নশীল হোন নিজের প্রতি। অযথা সাধ্যের বাইরে গিয়ে কায়িক শ্রম করবেন না।
অর্থ
বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না, তাই সে জিনিসটা এড়িয়ে চলবেন।
প্রেম
বিবাহিত যাঁরা, তাঁদের আজ নিজেদের মধ্যে প্রেম বেড়ে যাবে। সেটাকে মজবুত করুন।

বৃশ্চিক

শরীর
রাস্তাঘাট দেখে পার হবেন। আজ দুর্ঘটনার সম্ভাবনা আছে।
অর্থ
আপনার একদিনে বাঁচার মানসিকতায়, বিনোদনের জন্য খুব বেশি সময় ও অর্থের অপচয় করার প্রবণতা ত্যাগ করতে হবে।
প্রেম
সারাটা দিন দারুণভাবে কাটবে দুজনেরই। সঙ্গী আজ খিচুড়ি বানিয়ে খাওয়াবেন আপনাকে।

ধনু
শরীর সুস্থ থাকতে পরিবারের সাথে সময় কাটান। অযথা কারণে বাকি জিনিসে মাথা ঘামাবেন না। তাতে প্রেশার বেড়ে যেতে পারে।
অর্থ কোথাও বেড়াতে গিয়ে কিছু আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আজ।
প্রেম
কাছের মানুষের আলস্য আজ আপনাকে বিরক্ত করবে। তবে মাথা ঠাণ্ডা রাখতে হবে।

মকর
শরীর
ব্যক্তিগত সমস্যা মানসিক সুখ নষ্ট করতে পারে, কিন্তু এই চাপ সামলাতে আকর্ষণীয় কিছু পড়ুন।
অর্থ হুজুগে বাঁচবেন না। একদিনের আনন্দের জন্য সবকিছু খরচ করে ফেলবেন না।
প্রেম
আজ সঙ্গীর থেকে কিছুটা ধাক্কা খেতে পারেন। সামলে নেওয়ার চেষ্টা করতে হবে আপনাকেই।

কুম্ভ
শরীর বেশ কিছুদিন ধরে ভুগছিলেন, আজ খুবই ফ্রেশ লাগবে। তবে বাড়িতেই বিশ্রাম করুন।
অর্থ বিনিয়োগের যে স্কিমগুলো আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলো খুঁটিয়ে দেখুন, কথা দেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
প্রেম
কাছের মানুষ আজ দারুণ আনন্দ দেবেন আপনাকে। তাঁকেও আহ্লাদে রাখুন আপনি।

মীন
শরীর
অবাঞ্ছিত চিন্তায় মন ভরাবেন না, সচেতন হয়ে হাঁটুন।
অর্থ
টাকা নিয়ে বেশি ভাববেন না, বরং যা আছে তার সঠিক ব্যয় করুন। ভবিষ্যতের সঞ্চয় তো আপনারই হাতে।
প্রেম
দাম্পত্য প্রেম আজ মসৃণতর হবে। অবশ্যই দু জনের বোঝাপড়া ভালো হবে আজ।

Previous articleপাহাড়ে গিয়ে ছোটদের সোয়েটার কিনে দিলেন মমতা,খাওয়ালেন পোলিও
Next articleYour Shot🔘По “столбовой” дороге !”মেরু রাস্তায়”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here