দেশের সময়, ওয়েব ডেস্ক:- কনকনে ঠান্ডায় যখন ঘর বন্দি গৃহস্থরা,ঘুমে আচ্ছন্ন দু’চোখ,সাথে বেশ অলসতা তাদের ,ঠিক সেই সুযোগ কে ব্যাবহার করছে চোরেদের দল,হানা দিচ্ছে এপাড়া থেকে ও পাড়ায়, তীক্ষ্ণ শীতের সন্ধ্যায় অশোক নগর গোল বাজারে গরম চায়ে চুমুক দিতে দিতে কাঁপা গলায় বলতে থাকলেন ষাটউর্দ্ধ বৃদ্ধ বিমল পাইন৷ বিমল বাবুর কথায় রাত হলেই ঘরের দরজায় খুট খাট শব্দ শোনা যাচ্ছে৷ কান পাতলে শোনা যাচ্ছে ঘরের বাইরে কারা যেন , ফিস ফিস করে কথা বলছে, সকালেই জানা গেল চুরি হয়েছে পাশের পাড়ায়, চুরির ঘটনায় আতঙ্কিত অশোকনগরের বাসিন্দারা । সূত্রের খবর, অশোকনগর কল্যানগড় এলাকায় গৌতম দে ও অশোক দে পাশাপাশি দুটি বাড়িতে পরিবার নিয়ে বাস করেন। সম্পর্কে গৌতম ও অশোক বাবুরা দুই ভাই। তবে গত রবিবার তারা পরিবার নিয়ে পন্ডিচেরীরে ঘুরতে যান। ফলে সেদিন থেকে ফাঁকা ছিল দুটি বাড়ি। সুযোগ বুঝে গতরাতে বাড়ির তালা ভেঙে ঘরে ঢোকে চোর। বৃহ:স্পতিবার সকাল হতেই বিষয়টি প্রতিবেশীদের নজরে আসে। খবর দেওয়া হয় অশোকনগর থানা-য়। যে দুই ভাই-এর বাড়িতে চুরি হয়েছে তার মধ্যে এক ভাই কলকাতা পুলিশে কর্মরত। প্রাথমিক তদন্ত শুরু হলেও বাড়ির সদস্যরা না ফেরা পর্যন্ত কত টাকার সম্পত্তি ও কি কি উধাও হয়েছে তা বলা সম্ভব নয় বলে পুলিশ সূত্রে খবর। এই চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে অশোকনগর এলাকায়।