রাজ্যের একাধিক জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা

0
816

দেশের সময় ওয়েবডেস্কঃ রাজ্য জুড়ে শীতের দাপট অব্যাহত। শেষ বেলায় কামড় দিচ্ছে শীত। কলকাতা থেকে শুরু করে জেলা, সব জায়গায় একই অবস্থা। উত্তুরে হাওয়ার দাপটে পারদ নামছে। বেশ কিছু জেলায় জারি করা হয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা। শীতের সঙ্গে রয়েছে কুয়াশার দাপটও। সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং ও সিকিমের পার্বত্য এলাকায়। হতে পারে তুষারপাতও।


আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ ৩১ শতাংশ ও সর্বোচ্চ পরিমাণ ৯৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি।

ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে সকালের দিকে রয়েছে কুয়াশার দাপট। জেলা তো বটেই কলকাতাতেও সকালের দিকে ভাল কুয়াশা দেখা যাচ্ছে। বেলা বাড়লে অবশ্য আকাশ পরিষ্কার হবে বলেই পূর্বাভাস। আর তাই তাপের বিকিরণ হবে ভাল। এই বিকিরণের ফলেই সন্ধ্যার পর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। আজ সারাদিন এই ধরনের আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। সেইসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।


গত রবিবার ও মঙ্গলবার জম্মু-কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে বলে জানিয়েছে মৌসম ভবন। ক্রমেই তা উত্তর ভারতের দিকে অগ্রসর হবে। বুধবারের পর থেকে এ রাজ্যেও তার প্রভাব পড়তে পারে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। তাই বৃহস্পতিবার থেকে বাড়তে শুরু করবে তাপমাত্রা। অবশ্য রবি-সোমবার ফের পারদ নামবে বলেই জানিয়েছে আলিপুর।

Previous articleতুলার আর্থিক উন্নতি, মীনের দিন কাটবে খুশিতে,পড়ুন রাশিফল
Next articleএকুশের ভোটে মোদীর প্রথম জনসভা রবিবারই,প্রধানমন্ত্রীর আগে ও পরে রাজ্য সফরে নড্ডা-শাহ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here