রবিবার জ্বলবে রাস্তা-হাসপাতাল-থানার আলো,চলবে ফ্যান-এসি,নির্দেশিকা বিদ্যুৎ মন্ত্রকের

0
1306

দেশের সময় ওয়েবডেস্কঃ মহাশক্তি জাগিয়ে তোলার জন্য রবিবার রাত ৯টা থেকে ৯ মিনিটের জন্য বাড়ির আলো নিভিয়ে মোমবাতি-প্রদীপের আলো জ্বালানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপরেই দেশজুড়ে সব আলো নিভে গেলে পাওয়ার গ্রিড ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক নির্দেশিকা দিয়ে জানিয়ে দিল শুধুমাত্র আলো নেভানো হবে। ফ্যান, এসি-র মতো ঘরের বাকি সব বৈদ্যুতিন মাধ্যম চলবে। এছাড়া রাস্তা, হাসপাতাল, থানাতেও আলো জ্বলবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের তরফে একটি প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ৫ এপ্রিল প্রধানমন্ত্রী রাত ৯টার সময় ৯ মিনিটের জন্য বাড়ির আলো নেভানোর পরামর্শ দিয়েছেন। এর ফলে দেশের গ্রিড ব্যবস্থার উপর প্রভাব পড়তে পারে। আর তারজন্যই একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে বিদ্যুৎ মন্ত্রকের তরফে। প্রধানমন্ত্রী শুধুমাত্র আলো নেভানোর আহ্বান জানিয়েছেন। তাই ফ্যান, এসি, ফ্রিজ, কম্পিউটার, টিভি বন্ধ করার দরকার নেই। শুধুমাত্র আলো নেভালেই হল।
এই বিবৃতিতে আরও বলা হয়েছে, সব স্থানীয় প্রশাসনকে জানানো হচ্ছে, রাস্তার আলো যাতে বন্ধ না হয়। তাতে সাধারণ মানুষের সমস্যা হতে পারে। এছাড়া হাসপাতাল, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত বিভিন্ন দফতর, পুলিস স্টেশনের আলো জ্বালিয়ে রাখারও নির্দেশ দিয়েছে বিদ্যুৎ মন্ত্রক। এই নির্দেশ মানলে পাওয়ার গ্রিডের সমস্যা অনেকটাই কমবে বলে জানানো হয়েছে।
এর আগে স্টেট লোড ডেসপ্যাচ সেন্টারের কর্তারা জানান, প্রধানমন্ত্রীর কথা মতো যদি রবিবার রবিবার রাতে ৯টায় দেশের সব বাড়ির আলো নিভে যায় তাহলে বিদ্যুতের চাহিদায় বিরাট ঘাটতি দেখা দেবে। ভারতে গ্রিডগুলির ক্ষমতা হল ৩৭০ গিগাওয়াট বিদ্যুৎ ধরে রাখার, সাধারণত বিদ্যুতের চাহিদা থাকে ১৫০ গিগাওয়াট। কিন্তু বিদ্যুতের চাহিদায় ঘাটতি দেখা গেলে অতিরিক্ত বিদ্যুতের পরিমাণ অনেকটা বেড়ে যাবে। ফলে পাওয়ার গ্রিডের উপর চাপ পড়বে। আবার ৯ মিনিট পরে যখন সব বিদ্যুৎ একসঙ্গে জ্বলে উঠবে তখন সেই চাহিদার জোগান দিতে গিয়ে পুরো সিস্টেমটাই ভেঙে পড়তে পারে। ফলে একাধিক বড় রাজ্যে ব্ল্যাকআউটের সমস্যা দেখা দিতে পারে।
এই আশঙ্কার পরেই তড়িঘড়ি এই সমস্যা মেটানোর জন্য এই নির্দেশকা জারি করেছে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক। এখন দেখার রবিবার রাত ৯টায় আদতে ঠিক কী দৃশ্য দেখা যায়।

Previous articleমোদীর ডাকে সবাই একসঙ্গে আলো নেভালে বড় বিপর্যয়ের আশঙ্কা: মহারাষ্ট্রের বিদ্যুৎমন্ত্রী,গ্রিড বিপর্যয় এড়াতে আলো নেভালেও ফ্যান চালিয়ে রাখুন,বার্তা নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনের ডিরেক্টরের
Next articleরাজ্যে এই মুহূর্তে করোনা আক্রান্ত ৪৯ জন,গত ২৪ ঘণ্টায় নতুন ১১, জানাল নবান্ন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here