রতিক্রিয়ায় অসমর্থ বলে বুঝিয়ে ফিজিওথেরাপিস্টের সঙ্গে শারীরিক মিলনের আনন্দ পেতে চাওয়া, তারপর কী ঘটল!

0
1872

দেশের সময় ওয়েবডেস্কঃ ৪৩ বছরের ব্যক্তির জামিন নাকচ করে দিল সেশন কোর্ট৷ তাঁর বিরুদ্ধে একাধিক কেস রয়েছে যেখানে সে বিভিন্ন মহিলাকে হেনস্তা করেছে৷ মুম্বই ও নবি মুম্বইয়ে একাধিক কেস রয়েছে৷ সাম্প্রতিক কেসে সে একজন ফিজিওথেরাপিস্টকে যৌন হেনস্তা করেছে৷ সেই মহিলা ফিজিওথেরাপিস্টের কাছে সে জানিয়েছিল তার সেক্সুয়াল অসুবিধা রয়েছে৷

এরিক অ্যালকেনসেরিয়া নামের ওই ব্যক্তি -র বিরুদ্ধএ একাধিক পুলিশ স্টেশনে কেস রেজিস্ট্রার রয়েছে৷ বহুবার সে মহিলাদের সম্ভ্রমের ওপর হস্তক্ষেপ করে৷ পুলিশ কেস স্টাডি করে জানিয়েছে এই স্বভাবগত ভাবেই এইধরণের কাজ করে৷

অভিযুক্ত জানিয়েছে তাঁর কোনও শারীরিক সমস্যা চিকিৎসাগত ভাবে নেই৷ কিন্তু সে মহিলাকে পরীক্ষা করার জন্য বলেছিল৷ সে মহিলা ফিজিওথেরাপিস্ট এসেছিলেন তাঁকে ভুলভাল বুঝিয়ে তাঁর থেকে যৌন মিলনের আনন্দ পেতে চেয়েছিল৷

ভাকোলা পুলিশ স্টেশন জানিয়েছে অভিযুক্তের বিরুদ্ধে এই একই ধরণের অভিযোগ দায়ের আছে আম্বোলি পুলিশ স্টেশনে, ওরলিতে, নভি মুম্বইয়ের তুর্ভে, নহবা সেভা পুলিশ স্টেশনে৷ অভিযুক্ত জামিনের আবেদনে জানিয়েছিল তার বিরুদ্ধে মিথ্যা এফ আই আর দায়ের করা হয়েছে৷ সে একটি এমএনসি-র ভাইস প্রেসিডেন্ট৷

সেশন কোর্ট ৪৩ বছরের অভিযুক্তর বেল না মঞ্জুর করার কারণ একাধিকবার সেই ব্যক্তির বিরুদ্ধে যৌনহেনস্তার অভিযোগ থাকা৷

Previous articleশীত এবার বিদায়ের পথে , বাংলায় তাপমাত্রার ওঠানামা অব্যাহত
Next articleতৃণমূল মাথা নত করে না,যে দল বদল করে পালিয়ে যাবে, তাকে প্রার্থী করব না, টিকিট বণ্টন নিয়ে মন্তব্য মমতার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here