দেশের সময় ওয়েবডেস্কঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলিপুর এভিনিউর রক্ষক ফাউন্ডেশন শনি বার এক পদযাত্রার আয়োজন করেছিল, সহযোগিতায় ছিল ভাইটাল ভয়েস এর আন্তর্জাতিক প্রতিনিধিরা।
অংশ গ্রহন করে ছিলো দেশবন্ধু গার্লস কলেজ, উইমেন্স খ্রিস্টান কলেজের ছাত্রীরা সহ প্রায় 200 স্কুল কলেজের ছাত্রী। পদযাত্রায় উপস্থিত ছিলেন ন্যাশনাল জুট বোর্ডের কমিশনার অরবিন্দ কুমার, আমেরিকান সেন্টারের প্রতিনিধি জয় বি ট্রেলার।
আয়োজক সংস্থার পক্ষ থেকে চৈতালি দাস জানান জানান আন্তর্জাতিক নারী দিবসে পরিবেশ দূষণের বিরুদ্ধে সাধারণ মানুষের সচেতনতার জন্য তাদের এই পদযাত্রা।