দেশের সময় ওয়েবডেস্কঃ বর্ষা আসলেই আতঙ্কিত হয়ে পড়েন যশোর রোড দিয়ে চলাচল করে মানুষেরা। কারণ প্রতিবছরই গাছের ডাল ভেঙ্গে পড়ে হতাহতের ঘটনা ঘটেই চলেছে। আর এবারে সেই পরিস্থিতি থেকে নিস্তার পেতে উদ্যোগী হল বনগাঁ পৌরসভা। দেখুন ভিডিও
যশোর রোডের দুই ধার দিয়ে দীর্ঘদিন ধরে অবস্থান করছে বহু প্রাচীন গাছ। এর অনেকগুলিই এখন মৃতপ্রায় অবস্থায় রয়েছে। কোনটার শুকনো ডাল ঝুলছে, আবার কোনোটাবা গোড়া থেকেই নড়বড়ে হয়ে পড়েছে। আর এই রকম পরিস্থিতিতে সামান্য ঝড়-বৃষ্টিতে যখন তখন ভেঙে পড়ছে গাছের ডাল।
দিন কয়েক আগেও এরকম বিশাল ডাল ভেঙে বড়সড় দুর্ঘটনা ঘটেছে বনগাঁয়। গত কয়েক বছর ধরেই এমন ঘটনা ঘটেই চলেছে। যদিও যশোর রোডের ধারে গাছ কাটা নিয়ে ইতিমধ্যেই মামলা চলছে কলকাতা হাইকোর্টে।
এই পরিস্থিতিতে বনগাঁ পৌরসভার প্রাক্তন প্রশাসক শংকর আঢ্য জানান, গাছ কাটার ব্যাপারে কিছু মানুষ মামলা দায়ের করেছেন। বিপদজনক গাছ গুলি তাই কাটা সম্ভব হচ্ছে না। ফলে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ পথ চলতি মানুষকে। তাদের কাছে অনুরোধ এ ব্যাপারে আপনারা আরেকটু স্বহৃদয় হন।
অন্যদিকে এ ব্যাপারে বনগাঁ পৌরসভার বর্তমান প্রশাসক গোপাল শেঠ জানান, সাধারণ মানুষের কথা ভেবে যশোর রোডের বিপদজনক গাছের ডাল কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সহযোগিতা নেয়ার হচ্ছে।
মানবাধিকার সংগঠন এপিডিআর এ ব্যাপারে সহমত পোষণ করেছে। গাছ কাটার ব্যাপারে শুক্রবার এলাকা পরিদর্শন করেন গোপাল শেঠ সহ জাতীয় সড়ক বিভাগের কর্তারা। এ ব্যাপারে এপিডিআর এর পক্ষে দেবাশীষ রায় চৌধুরী এবং অজয় মজুমদার জানান, আমরা মানুষের অধিকারের স্বার্থে, জীবনের স্বার্থেই লড়াই করি। সেই দিক থেকে আমাদের দাবি ছিল, প্রাচীন এই গাছগুলোকে সম্পূর্ণ কেটে না ফেলে অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়া যেতে পারে। কলকাতা হাইকোর্ট সেই মর্মে গাছ পরিচর্যার প্রয়োজনে বিপজ্জনক ডাল কাটার নির্দেশও দিয়েছে। ফলে পুরসভা সেই উদ্যোগ নিতেই পারে।