মোদী-সৌরভ দেখা হতে পারে তৃতীয় টেস্টে, একই ফ্রেমে থাকতে পারেন অমিত শাহও

0
400

দেশের সময় ওয়েবডেস্কঃ ভারত ও ইংল্যান্ড সিরিজ দিয়ে করোনা পরবর্তী ঘরের মাঠে ক্রিকেট ফিরতে চলেছে। ঘরোয়া ক্রিকেট হয়তো হয়েছে, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের দামামা বাজবে এই টেস্ট সিরিজ দিয়ে। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে, ভরা গ্যালারিতে ম্যাচ হতে সমস্যা নেই। সেই মতোই চেন্নাই টেস্টে ফের ভরা দর্শকাসনের মধ্যে খেলা হতে পারে।
তার মধ্যেই সোমবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যম খবর করেছে, ভারত ও ইংল্যান্ডের মধ্যে আমেদাবাদে তৃতীয় টেস্টে মাঠে আমন্ত্রন জানানো হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, এমনকি ক্রীড়ামন্ত্রী কিরেন রিজেজুও থাকবেন সেদিন মাঠে। শুধু তাই নয়, বোর্ড সভাপতি হিসেবে হাজির থাকার কথা সৌরভ গঙ্গোপাধ্যায়েরও।

রবিবার অ্যাপেলো হাসপাতাল থেকে রিলিজ পাওয়ার পরে সৌরভের চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, দুই সপ্তাহ তাঁকে বাড়িতে বিশ্রামে থাকতে হবে। তারপর তিনি ফের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন। সেই হিসেবে সৌরভ সিরিজের তৃতীয় টেস্ট ওই মোতেরায় হাজির থাকলে অবাক হওয়ার কিছু নেই।
মোতেরা টেস্টের সময় ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি। সেইসময় সৌরভের পক্ষে বিমানযাত্রাও সম্ভব হবে, তেমনই আভাস পাওয়া গিয়েছে। এক লক্ষ ১০ হাজার আসন বিশিষ্ট ওই স্টেডিয়াম বিশ্বের বৃহত্তম হিসেবে চিহ্নিত হয়েছে। ওই মাঠেই আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সংবর্ধনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই অনুষ্ঠানেই ট্রাম্প বিকৃত শব্দে স্বামী বিবেকানন্দ, শচীন তেন্ডুলকারের কথা উচ্চারণ করেছিলেন।
তারপর সেই মাঠে ফের পা পড়বে মোদীর। এমনকি ওই টেস্টে থাকতে পারেন অমিত শাহ। তাঁর পুত্র জয় বোর্ডের সচিব, আমন্ত্রন জানানো হবে নাড্ডা ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজেজুকেও।
রবিবারই প্রধানমন্ত্রী তাঁর ‘মন কি বাত’ ভাষণে অস্ট্রেলিয়ার মাঠে ভারতীয় দলের টেস্ট সিরিজে ঐতিহাসিক সাফল্যের কথা উল্লেখ করেছেন। তিনি জানিয়েছিলেন, এই জয় গোটা দেশকে নতুনভাবে প্রেরণা দিয়েছে। যার জবাবে সৌরভ, অজিঙ্ক্যা রাহানে, কোচ রবি শাস্ত্রী সকলেই, এমনকি বিরাট কোহলিও পালটা প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছিলেন। মোদীর ক্রিকেট প্রেম সর্বজনবিদিত, তিনি হাজির থাকবেনই, তাঁর দপ্তর থেকে চূড়ান্ত কিছু জানানো না হলেও চাঁদের হাটের প্রেক্ষাপট যে তৈরি, তা বেশ ভালই বোঝা যাচ্ছে। এখন শুধু ওই বিশেষ দিনটির অপেক্ষা।

Previous article‘গো হারা হেরেছি’উত্তরবঙ্গে দাঁড়িয়ে স্বীকার করে বললেন তাও আমার লজ্জা নেই, এ বার পুষিয়ে দেবেন তো?: মমতা
Next articleমকরের ভাগ্যে অর্থলাভ, ব্যবসায় অশান্তি মেষের:পড়ুন রাশিফল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here