দেশের সময় ওয়েবডেস্ক: সৌরভ রয়েছেন সৌরভেই। তিনি ঘরে চুপচাপ বসে থাকার বান্দা নন, সেটি ফের একবার প্রমাণ করলেন।
রবিবার সকাল ১১টার পরে হাসপাতাল থেকে বাড়ি ফিরেই টিভি চালিয়ে শুনেছেন প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান। ওই অনু্ষ্ঠানে অস্ট্রেলিয়ার মাঠে ভারতীয় ক্রিকেট দলের অভাবনীয় সাফল্যের কথা উল্লেখ করেছেন নরেন্দ্র মোদী। যা শুনে পালটা টুইট করে দিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।
পিএমও-র টুইটার অ্যাকাউন্টে করা মোদীর ভাষণের উত্তর দিয়েছেন ভারতের প্রাক্তন নামী অধিনায়ক। সব থেকে বড় কথা, সদ্য একজন হাসপাতাল থেকে বাড়ি ফিরেই টিভিতে প্রধানমন্ত্রীর ভারতীয় দল প্রসঙ্গে বক্তব্য শুনেই পালটা তাঁকে প্রশংসায় ভাসিয়েছেন।
রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে মোদী বলেন, ‘‘এই মাসে ক্রিকেট মাঠ থেকে একটা ভাল খবর পেয়েছি আমরা। প্রথমদিকে ধাক্কা খেলেও ভারতীয় দল দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ায় সিরিজ জিতে নিয়েছে। আমাদের দলের কঠোর পরিশ্রম এবং ঐক্য সবার কাছে অনুপ্রেরণামূলক হয়ে থাকবে।’’
প্রধানমন্ত্রীর এই ভাষণের উত্তর দিতে গিয়ে সৌরভ লিখেছেন, ‘‘অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের পারফরম্যান্সকে স্বীকৃতি দেওয়ার জন্যে সম্মানীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।’’
Sincere thanks and gratitude to Honourable Prime minister for recognising the performance of the Indian cricket team in australia..
— Sourav Ganguly (@SGanguly99) January 31, 2021
इस महीने, क्रिकेट पिच से भी बहुत अच्छी खबर मिली | हमारी क्रिकेट टीम ने शुरुआती दिक्कतों के बाद, शानदार वापसी करते हुए ऑस्ट्रेलिया में सीरीज जीती | हमारे खिलाड़ियों का hard work और teamwork प्रेरित करने वाला है : PM @narendramodi #MannKiBaat
— PMO India (@PMOIndia) January 31, 2021
প্রধানমন্ত্রীর ভাষণকে রিটুইট করে ভারত অধিনায়ক বিরাট কোহলি তেরঙার ছবি পোস্ট করেছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে লেখা হয়েছে, ‘‘আপনার প্রশংসা এবং উৎসাহের জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রী। তেরঙা আরও উঁচুতে ওড়ানোর জন্য টিম ইন্ডিয়া আরও পরিশ্রম করবে, এই কথা আমরাও দিচ্ছি।’’
এমনকি যাঁর নেতৃত্বে এই অসাধ্যসাধন সম্ভব হয়েছে, সেই অজিঙ্ক্যা রাহানে পর্যন্ত প্রশংসা করে মোদীকে টুইট করেছেন, ‘‘এই মন্তব্যের সাহায্যে আমাদের আরও উৎসাহিত করার জন্য ধন্যবাদ নরেন্দ্র মোদী। দেশের হয়ে প্রতিনিধিত্ব করা সবসময়েই গর্বের। ভবিষ্যতেও এরকম পারফরম্যান্স করে আমরা আরও প্রেরণা দিয়ে যাব।’’