মেসিকে সই করাতে চায় ম্যান সিটি

0
384


দেশের সময়: লিওনেল মেসি কী ম্যাঞ্চেস্টার সিটিতে যাচ্ছেন? চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ৮-২ গোলে হারের পরেই এমন গুঞ্জন ফের বার্সেলোনার আকাশে বাতাসে ভাসছে। বহুদিন ধরেই মেসিকে পাওয়ার জন্য মরিয়া হয়ে রয়েছে ম্যান সিটি। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গিয়েছে পেপ গুয়ার্দিওলার দলও।

তারপর নাকি মেসিকে নিয়েই ভবিষ্যৎ পরিকল্পনা শুরু করে দিয়েছে ম্যান সিটি। শোনা যাচ্ছে, বায়ার্নের বিরুদ্ধে নাস্তানাবুদ হওয়ার পরে মানসিকভাবে ভেঙে পড়েছেন মেসি। সেই কারণেই নাকি বার্সেলোনা ছাড়ার পরিকল্পনা করছেন নিজেই। বার্সেলোনা সভাপতিও চাইছেন দলের বড় অংশের পরিবর্তন করতে।

তাই এই পরিস্থিতিতে মেসি দল ছাড়তে চাইলে তিনি সেভাবে আপত্তি করবেন না তা মনে করা হচ্ছে। মেসির বর্তমান মূল্য ৬৩৫মিলিয়ন ইউরো। করোনা পরিস্থিতিতে মেসির টাকা মেটাতেও রীতিমতো হিমশিম খাচ্ছে বার্সেলোনা। তাই ম্যান সিটিতে মেসিতে দেখা যেতে পারে। 

Previous article“দেশের সময়”ই-পেপার
Next articleঅবসর নিতে এত দেরি কেন? প্রশ্ন রয়ে গেল ধোনিকে নিয়ে 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here