দেশের সময় ওয়েবডেস্কঃ দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সে কোভিড–১৯ পরিস্থিতি পর্যালোচনা সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।
আলোচনায় প্রধানমন্ত্রী সহ সব নেতারাই জোর দেন সংক্রমিতদের সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদের দ্রুত চিহ্নিত করে পজিটিভ মানুষদের কোয়ারানটাইনে পাঠানোর উপর। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে খবর, বৈঠকে মোদি বলেন, আগামী কয়েক সপ্তাহে পরীক্ষানিরীক্ষা, আক্রান্তদের এবং তাঁদের সংস্পর্শে আসা মানুষদের চিহ্নিতকরণ, আইসোলেশন এবং কোয়ারানটাইনের মতো বিষয়গুলোর উপরই সবাইকে নজর দিতে হবে।
প্রয়োজনীয় মেডিক্যাল সরঞ্জামের সরবরাহ, ওষুধ এবং মেডিক্যাল যন্ত্রপাতি তৈরির কাঁচা মাল সরবরাহে যেন কোনও বাধা না আসে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। জবাবে মুখ্যমন্ত্রীরা বলেছেন, তাঁরা এই সব দিকেই কড়া নজর রাখছেন। নিজামুদ্দিন মরকজের ঘটনার পর বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে। ওই উৎসবে যোগ দেওয়া মানুষদের চিহ্নিত করা চলছে। চিকিৎসা পরিকাঠামোর উন্নয়ন এবং ওই সংক্রান্ত পরিষেবা জোরদার করার পক্ষেও জোর দেওয়া হয়েছে।
এদিন মোদি সহ সব মন্ত্রী এবং আমলারা নিজেদের মধ্যে পারস্পরিক দূরত্ব রেখেই বসেছিলেন। বৃহস্পতিবার কোভিড–১৯–এ আক্রান্তের সংখ্যা ১৯৬৫ হয়ে গিয়েছে। তার মধ্যে সক্রিয় রোগী ১৭৬৪। মৃত্যু হয়েছে ৫০জনের। সুস্থ হয়েছেন ১৫১জন। এমনটাই এদিন তথ্য দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।