দেশের সময় ওয়েবডেস্কঃ ভোটমুখী বাংলায় চড়ছে রাজনৈতিক উত্তাপ। এরই মধ্যে অশোকনগরে মানুষের মাথার খুলি উদ্ধারকে কেন্দ্র করে ছড়িয়েছে চাঞ্চল্য। ইতিমধ্যেই পুরো ঘটনাটির তদন্তে নেমেছে পুলিশ।
ঘটনাটি উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার নয়া সমাজ এলাকার। বুধবার এই এলাকার কিছু বাচ্চারা স্থানীয় একটি পুকুর পাড়ে খেলছিল। হঠাৎই তাদের নজরে আসে পুকুরের পাড়ে মানুষের খুলির মতো কিছু পড়ে রয়েছে। আতঙ্কে চিৎকার করতে শুরু করে তারা। চিৎকার শুনে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে এই খবর চাউর হয়। ঘটনাস্থলে বাড়তে থাকে স্থানীয় মানুষের ভিড়। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে অশোকনগর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে পুরো ঘটনার তদন্ত শুরু করে। খুলিটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় থানায়। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া খুলিটি মানুষেরই। কিভাবে তা পুকুরপাড়ে এল, তা খতিয়ে দেখা হচ্ছে।
তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, আগে এই এলাকায় মৃতদেহ সৎকার করা হত। সেক্ষেত্রে আগেই খুলিটি ধারেকাছে কোথাও পড়েছিল, সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায়না। কুকুর বা অন্য কোনও জন্তু তা মুখে করে ওই এলাকায় নিয়ে আসতেই পারে, দাবি এলাকাবাসীর একাংশের। কিন্তু ভোটের মুখে এই খুলি উদ্ধারকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। তদন্তকারীরা জানাচ্ছেন, এই খুলি বহুদিন আগেকার। প্রাথমিকভাবে খুলিটি বেশ কয়েকবছর পুরনো বলেই আন্দাজ তদন্তকারীদের। তবে কীভাবে তা সংশ্লিষ্ট পুকুরপাড়ে এল, এই যাবতীয় প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তে নেমেছে অশোকনগর থানার পুলিশ।
ভোটমুখী বাংলায় বাড়ছে প্রচার উত্তাপ। এই পরিস্থিতিতে এলাকায় মানুষের খুলি উদ্ধার ভয় ধরিয়েছে এলাকাবাসীর মনে। এক স্থানীয় বাসিন্দা জানান, বাচ্চারা পুকুর পাড়ে খেলা করছিল। ওরাই প্রথম এই ভয়াবহ দৃশ্যটি দেখে। স্বাভাবিকভাবেই ভয় পেয়েছে তারা। এলাকাটি আদপে শান্তিপূর্ণ হলেও এই ঘটনায় গায়ে কাঁটা দিচ্ছে, জানান তিনি।