মানবিক: বনগাঁয় অতি দুঃস্থ শতাধিক মানুষের পাশে দাঁড়ালেন ধীমান, তপন ,রীপণেরা

0
1021

দেশের সময়, বনগাঁ: বনগাঁ ডাকঘর এলাকার অতি দুঃস্থ শতাধিক অসহায় পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য তুলে দিলেন বনগাঁ মুখ্য ডাকঘরের পোস্ট মাস্টার ধীমান ঘোষ৷ সঙ্গে ছিলেন অসিত বঙ্গবাস, চন্দন ঘোষ, তপন দাস, সুমন বিশ্বাস, সঞ্জিত বিশ্বাস অনুপম মল্লিক প্রমুখ ।
বৃহস্পতিবার , একই দিনে সারা ভারত ডাক কর্মচারী ইউনিয়ন , বারাসত বিভাগীয় শাখার উদ্যোগে সীমান্তবর্তি গাঁড়াপোতা অঞ্চলে রুটি রুজি হারানো পারিবারের হাতে খাদ্য দ্রব্য বিতরণ করা হয়। একই সাথে চাঁদপাড়া অঞ্চলেও ৪০টি পরিবারের কাছে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

বনগাঁ মুখ্য ডাকঘরে এ দিন সকাল থেকেই দেখা গেল প্রচুর প্রান্তিক মানুষের ভীড়। তাদের জিজ্ঞেস করতেই জানা গেল পোস্ট অফিসের কর্মীরা তাদের বাড়ি বাড়ি গিয়ে আগের দিন একটি করে কুপন দিয়ে এসেছে। আরো দেখা গেল চুন দিয়ে গোল করে সীমারেখা করা হয়েছে যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে৷

পাশাপাশি বনগাঁ ২নং গেট এলাকার প্রায় ২৫০জন অসহায় মানুষকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য তুলে দিলেন এলাকার যুবক রিপন সরকার৷ রিপনের কথায় পুকুরে মাছ চাষ করি সরকারি চাকরি পাইনি, উপার্জনের কিছু টাকা সারা বছর ধরে জমিয়ে রাখি দুর্গা পুজোয় গরীব মানুষকে নতুন বস্ত্র দেওয়ার জন্য, এবার করোনার গ্রাসে মানুষ দিশাহারা,তাঁদের জন্য সামান্য কিছু করতে পেরে ভাল লাগছে৷

Previous articleকলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা রেড জোন, নবান্নে ঘোষণা মমতার,ভিড় নিয়ন্ত্রণে নামবে সশস্ত্র পুলিশ
Next articleলকডাউনে মিলছেনা খাবার, হাতকাটা বাঁদরকে খোসা ছাড়িয়ে কলা খাওয়ালেন পুলিশকর্মী, দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here