
বুধবার সন্ধ্যায় মাঝ আকাশে তীব্র এয়ার টার্বুল্যান্সের কবলে পড়ল ইন্ডিগো সংস্থার দিল্লি থেকে শ্রীনগরগামী একটি উড়ান। এ দিন সন্ধ্যায় দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় আচমকাই আবহাওয়া অত্যন্ত খারাপ হয়ে যায়। এর ফলে মাঝ আকাশে বিপদে পড়েছিল ইন্ডিগোর ফ্লাইট ৬ই২১৪২। এই উড়ানেই ছিলেন তৃণমূল কংগ্রেসের কাশ্মীরগামী প্রতিনিধি দল। শেষ পর্যন্ত সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ শ্রীনগর বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে উড়ানটি।

এ দিন শ্রীনগরের কাছাকাছি পৌঁছনোর পরই শুরু হয় প্রবল শিলাবৃষ্টি। ভারী শিলার আঘাতে বিমানের নাক অর্থাৎ, সামনের অংশের ব্যাপক ক্ষতি হয়। একপাশে বড় মাপের গর্ত হয়ে যায়। এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হন পাইলট।

উড়ানের ভিতরে থাকা এক যাত্রী সেই মুহূর্তের দৃশ্য বন্দি করেছেন। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে যে ভারী ভারী শিলা অবিরাম ভাবে বিমানের সামনের অংশে আঘাত করে চলেছে। এর ফলে কেবিনটি প্রচণ্ড ভাবে কাঁপছে।
ভিডিয়ো ফুটেজে উড়ানে থাকা যাত্রীদের আতঙ্কও ধরা পড়েছে। উড়ানটি যখন এই চরম আবহাওয়া পরিস্থিতির সঙ্গে লড়াই করছিল, সেই সময় কেবিন জুড়ে শোনা গিয়েছে আতঙ্কিত যাত্রীদের চিৎকার।
https://x.com/am_aaqib/status/1925189652920582401?t=HHyK7tZmijjIv4h0SwkMqw&s=19

মাঝ আকাশে বিপদে পড়লেও তৃণমূলের প্রতিনিধি দলের সকলে নিরাপদেই আছেন। শ্রীনগর বিমানবন্দরে তোলা তাঁদের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তৃণমূল। এ দিন সন্ধ্যায় তাঁরা জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে বৈঠকও করেন৷

সূত্রের খবর উড়ানটি শ্রীনগরে নিরাপদে অবতরণের পরে সমস্ত যাত্রী এবং ক্রু’দের নিরাপদ এলাকায় নিয়ে যাওয়া হয়। যাত্রীদের কারও কারও সামান্য আঘাত লাগলেও বড় কোনও জখমের খবর পাওয়া যায়নি।

তবে যথেষ্ট ক্ষতি হয়েছে বিমানটির। বিমানটিকে ‘এয়ারক্রাফ্ট অন গ্রাউন্ড’ ঘোষণা করে জরুরি ভিত্তিতে মেরামতের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

ইন্ডিগো সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, খারাপ আবহাওয়ার কারণে মাঝ আকাশে উড়ানটি বিপদে পড়লেও ক্রুরা সমস্ত নিয়ম মেনে চলায় সেটি নিরাপদে শ্রীনগরে অবতরণ করেছে। এর পর যাত্রীদের সুস্থতা এবং স্বাচ্ছন্দকে অগ্রাধিকার দেওয়া হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং রক্ষণাবেক্ষণের কাজ করার পরে উড়ানটি ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে তারা।