দেশের সময় ওয়েবডেস্ক:কখনও বাথরুমে দরজা খোলার শব্দ আবার জলের শব্দের সাথে সাথেই অন হয়ে যেত ক্যামেরা। আর সেই ক্যামেরার মাধ্যমে স্নানরতা মহিলাদের ভিডিও পৌঁছে যেত মোবাইল ও ল্যাপটপে। গায়ের লোম খারা হয়ে যাওয়ার মতো এমনই ঘটনার সাক্ষী চেন্নাইয়ের আদামবাক্কাম। সূত্রের খবর, সম্প্রতি এলাকায় একটি মহিলাদের জন্য হোস্টেল খোলেন পেশায় ইঞ্জিনিয়ার সম্পত রাজ। হস্তিনাপুরমে তার বাড়ি থাকলেও আন্না নগরে এক ব্যাক্তিকে সম্পত বলেন, “তিনি পরিবার নিয়ে এখানে চলে আসতে চান”। আর তা জানিয়ে সেই ব্যাক্তির কাছ থেকে দু-তলা বাড়িটি ভাড়া নিয়েছিল সম্পত রাজ। তবে হঠাৎই দেখা যায় পরিবার নিয়ে বসবাসের বদলে বাড়িটিতে একটি লেডিস হোস্টেল খুলেছেন তিনি। যেখানে মাসিক ৭হাজার টাকার বিনিময়ে ৬জন আবাসিককে থাকতে দেওয়া হয়। আবাসিকদের অভিযোগ “বিভিন্ন অছিলায় বারম্বার তাদের ঘরে ঢুকতো সম্পত”। এদিন হঠাৎই হোস্টেল-এর এক আবাসিক লক্ষ্য করেন প্লাগের সকেট মেঝেতে পরে আছে। আর তারমধ্যে একটি গোপন ক্যামেরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তল্লাশি করে দেখা যায় বাথরুমে জামাকাপর রাখার হ্যাঙ্গার, বাল্ব বা প্লাগের সকেট। বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা হয়েছে এই উন্নতমানের স্পাই ক্যামেরাগুলোকে। সম্পত নিজে ইঞ্জিনিয়ার হওয়ায় সে নিজেই এই কাজগুলো করেছে এবং তা এমনভাবে যেন কাকপক্ষীও টের না পায়। ইতিমধ্যেই অভিযুক্ত সম্পত রাজ-কে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে জানাগেছে, ক্যামেরাগুলোর স্টান্ডবাই মোডে থাকার ক্ষমতা ৫০০ঘন্টা। ফুটেজ ধরে রাখতে পারে চার ঘন্টা পর্যন্ত। প্রতিটি ক্যামেরা আড়াই হাজার টাকার বিনিময়ে ক্রয় করে সম্পত। তদন্তে পুলিশ।