ভোট এখন আর উৎসব নয় বরং উদ্বেগের

0
922

দেশের সময়, বনগাঁ: ভোট এখন আর উৎসব নয় বরং দুশ্চিন্তার। কোথায় গোলমাল হবে সেটাই যেন এখন প্রাধান্য পাচ্ছে ভোট বাজারে। চায়ের দোকানেও ভোটের আগের রাতে কোন আলোচনা নেই ভোট নিয়ে।

ভোটের আগের রাতে বনগাঁ শহর ঘুরে তেমনি দৃশ্য চোখে পরলো। একটা সময় ছিল যখন ভোট মানে একটা ছুটি। একটা উৎসব। সকাল সকাল বাজার ভোটের লাইনে দাঁড়ানো, দুপুরবেলায় পছন্দের পদ দিয়ে আহার সেরে ভাতঘুম। বাকিরা যারা প্রথম পর্বে ভোট দিতে পারেন না বিকেলে গিয়ে ভোটের লাইনে দাঁড়ানো।

এটাই ছিল আম বাঙালির অভ্যাস। সেই অভ‍্যাসের বদল ঘটেছে। কারণ পরিবেশ পরিস্থিতি। এখন ভোট মানেই মারামারি, রক্তারক্তি। নিজের এই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে বাধা পাচ্ছেন সাধারণ মানুষ। তাই ভোট নিয়ে আলোচনা এখন যেন বন্ধ হয়ে গেছে।

একটা সময় দেখা যেত ভোটের বেশ কয়েকদিন আগে থেকেই বিশেষ করে ভোটের আগের রাতে চায়ের ঠেকে ভোট নিয়ে আলোচনায় ব্যস্ত থাকতেন সাধারণ মানুষ। খেটে খাওয়া মানুষেরা নিজেদের মধ্যেই আলোচনায় ব্যস্ত হতেন হাওয়া কোন দিকে গড়াচ্ছে, কোন নিরিখে ভোট হবে, কাকে ভোট দেওয়া উচিত ইত্যাদি ইত্যাদি। এখন পরিস্থিতি বদলেছে।

তাই সেই আলোচনাও বন্ধ। রবিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বনগাঁ শহরের বিভিন্ন রাস্তায় ঘুরে চোখে পড়ল এমনই দৃশ্য। ভোট নিয়ে কোন আলোচনা নেই বরং চাপা আতঙ্ক রয়েছে মানুষের মধ্যে। তারা বরং ব্যস্ত অন্য আলোচনা নিয়ে। রাস্তায় মানুষের সংখ্যাও কম। এই পরিস্থিতি কি আগামীতে বদলাবে এটাই এখন লাখ টাকার প্রশ্ন।

Previous articleSunday Page
Next articleমমতাকে ফণী নিয়ে দু’বার ফোন করার পরেও ধরেননি : মোদী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here