
দেশের সময়, ইয়াসের তাণ্ডবে এখনও ভাসছে দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি উত্তর ২৪পরগনার হিঙ্গলগঞ্জের বিস্তীর্ণ এলাকা। তার মধ্যে রয়েছে বাশতলি, দক্ষিণ ভান্ডারখালি, রুপমারি ও। ভাসছে সেখানকার বাসিন্দাদের সংসারও। এমন অবস্থায় তাঁদের পাশে দাঁড়ালেন বনগাঁর রেডক্রস সোসাইটি র সদস্যরা। ওই সব এলাকার বাসিন্দাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তাঁরা। ঠিক যেমনটা তাঁরা করেছিলেন আমফানের মতো প্রাকৃতিক বিপর্যয়ের পরেও।



রবিবার ঘূর্ণিঝড় ইয়াস কবলিত উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ এলাকায় দুর্গতদের মাঝে শুকনো খাবার ,শিশুদের জন্য দুধ, পানীয় জল পৌঁছে দিলেন বনগাঁ রেডক্রস সোসাইটির সদস্যরা ৷

বনগাঁ থেকে ত্রাণ সামগ্রী নিয়ে রবিবার সকালে রওনা দেন সংগঠনের সদস্যরা,তাঁদেরকে সহযোগিতা করা হয় হারাধন আঢ্য মেমোরিয়াল স্কুলের পক্ষ থেকে, উপস্থিত ছিলেন বনগাঁ এলাকার বিভিন্ন ব্যাবসায়ীরাও। হিঙ্গলগঞ্জ ব্লক এর উত্তর বাশতলি, দক্ষিণ ভান্ডারখালি, ও রুপমারি গ্রামে বিভিন্ন দুর্গতদের মধ্যে এই সকল সামগ্রী তুলে দেওয়া হয়, চলতি মাসের গত ২৬ তারিখ ঘূর্ণিঝড় ইয়াস ও ভরা কোটাল এর জেরে নদী বাঁধ ভেঙে প্লাবিত হয় হিঙ্গলগঞ্জ ব্লক এর বিস্তীর্ণ এলাকা, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বনগাঁর রেডক্রস সোসাইটির সম্পাদক শংকর আঢ্যের নেতৃত্বে শুকনো খাবার, মাক্স স্যানিটাইজার, বিচিং পাউডার, শিশুদের জন্য দুধ, পানীয় জল নিয়ে এলাকায় পৌঁছে এলাকার সাধারণ মানুষের হাতে তুলে দেয়া হয় এই সকল সামগ্রী।

এ বিষয়ে শংষ্কর আঢ্য বলেন, এই এলাকার মানুষ খুবই খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছেন, আগামীতে এই এলাকায় চিকিৎসক নিয়ে এসে যাতে স্বাস্থ্য শিবির করা যায় তার ব্যবস্থা করা হবে। এদিন মোট ১৫০০টি পরিবারকে খাবার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বনগাঁর ব্যাবসায়ী তারক বসু, কল্যাণ তারন এবং তপন সাহারা জানিয়েছেন ‘‘প্রাকৃতিক বিপর্যয় ভয়ঙ্কর থাবা বসিয়েছে হিঙ্গলগজ্ঞ এলাকায়। এখন কিছুতেই চুপ করে বসে থাকা যায় না। এই কাজের জন্য সঙ্গীরও অভাব হয়নি তাই ছুটে গিয়েছি প্রয়োজনে আবারও যাব ।’’


