

গত ২৭ অক্টোবর ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR) ঘোষণার পর উত্তর ২৪ পরগনার সীমান্ত এলাকা দিয়ে প্রতি দিন প্রচুর মানুষ বাংলাদেশ ফিরে যাচ্ছেন। বস্তুত, ভারত-বাংলাদেশের বিভিন্ন সীমান্তে ‘অনুপ্রবেশকারীদের’ আনাগোনা থাকলেও হাকিমপুর সীমান্ত দিয়ে গত কয়েক দিনে বাংলাদেশে ঢোকার চেষ্টা সবচেয়ে বেশি প্রত্যক্ষ করা গিয়েছে।

বাক্স-প্যাঁটরা নিয়ে শয়ে শয়ে মানুষ অপেক্ষায়। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে যাবেন তাঁরা।

হাকিমপুর সীমান্তে অপেক্ষারত শতাধিক মানুষকে। প্রশ্ন করা হয়, ভারতে কোথায় থাকতেন? বাংলাদেশে কোথায় বাড়ি আপনার? সেই প্রশ্ন শুনে কেউ মুখ ঘুরিয়ে রাখলেন। কেউ সাংবাদিকের দিকে চেয়েই রইলেন। কেউ মাথা নিচু করে বসে রইলেন। কিন্তু, একটা শব্দও কেউ বললেন না।

সম্প্রতি সীমান্তে দেখা গেল বাংলাদেশিদের ভিড়। তাঁরা স্বীকার করে নিচ্ছেন অবৈধ ভাবে এ দেশে ঢুকেছিলেন। রুজিরুটির আশায় বাড়ি ছেড়েছিলেন। এখন আবার বাড়ি ফিরতে মরিয়া সকলে।

হাকিমপুর সীমান্তে দেখা গিয়েছে শতাধিক মানুষ ব্যাগপত্র নিয়ে সীমান্তে এ ধারে বসে রয়েছেন। বিএসএফের প্রহরায় সকলে অপেক্ষার প্রহর গুনছেন। বেশির ভাগ মানুষজনই কোনও মন্তব্য করতে চাননি। যদিও এটুকু পরিষ্কার যে, তাঁরা সকলে পশ্চিমবঙ্গ তথা ভারতে অবৈধ ভাবে বসবাস করছিলেন।

যাঁরা সীমান্ত পার হতে চাইছেন, তাঁরা সকলেই প্রায় মুখে কুলুপ এঁটেছেন। অনেকেই সপরিবার সীমান্ত পার হওয়ার চেষ্টা করছেন।

প্রসঙ্গত,রাজ্যে এসআইআর শুরু হওয়ার পর চোরাপথে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করতে গিয়ে অনেক বাংলাদেশি ধরা পড়েন। তাঁরা অবৈধভাবে ভারতে ঢুকেছিলেন বলে অভিযোগ। এসআইআর শুরু হতেই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বাংলা ছেড়ে চলে যাচ্ছেন বলে একাধিক ভিডিয়ো সামনে এনেছে বিজেপি।




