

অন্যান্য দেব–দেবীর পাশাপাশি উত্তর ২৪ পরগনার গাঁড়াপোতাবাসী বরাবরই মেতেছে শক্তিসাধনায়। দেবী কালীর আরাধনায়। সেই কারণে গাঁড়াপোতার বহু প্রাচীন মা সিদ্ধেশ্বরী কালী মন্দির ভক্তি ও সাধনার পীঠস্থান হিসেবে চিহ্নিত হয়েছে ভক্তদের কাছে৷ বলা যেতে পারে বনগাঁ- বাগদা এলাকার পীঠস্থানের মূলকেন্দ্র হয়ে উঠেছে দেবী সিদ্ধেশ্বরী কালী মন্দির। দেখুন ভিডিও
বিপদে-আপদে তিনিই ভরসা। তিনিই মেটান ভক্তদের আবদার বা কামনা। আর, এই বিশ্বাস থেকেই প্রতিবছর কৌশিকী অমাবস্যা, দীপান্বিতা অমাবস্যা ও ফলহারিণী অমাবস্যার রাতে এখানে বিপুল সংখ্যায় ভিড় করেন ভক্তরা। দূর-দূরান্ত থেকে ভক্তরা আসেন দেবী সিদ্ধেশ্বরীর দর্শন করতে। তাঁর কাছে মনস্কামনা জানাতে। দেবীর আশীর্বাদ নিতে।








