বেহাল রাস্তা সংস্কার ও নতুন রাস্তা তৈরির উদ্যোগ রাজ্য সরকারের , বরাদ্দ ৪১৭ কোটি

0
93

দেশের সময়, বারাসত :চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত লাগাতার বৃষ্টির জেরে উত্তরবঙ্গের পাশাপাশি ক্ষতি হয়েছে উত্তর ২৪ পরগনা জেলাতেও। বৃষ্টির জলে জেলার কয়েকশো রাস্তা ভেঙেচুরে গিয়েছে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে নাগরিক পরিষেবা উন্নত করতে জেলার ৫১৫টি রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। বেহাল রাস্তা সংস্কার থেকে নতুন রাস্তা তৈরির জন্য খরচ হবে ৪১৭ কোটি ১৩ লক্ষ টাকা।

জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, এর আগেও পথশ্রী প্রকল্পে পঞ্চায়েত এলাকায় বহু রাস্তা তৈরি হয়েছিল।
কিন্তু গত কয়েক মাসের টানা বৃষ্টির ফলে সে সব রাস্তা বেহাল হয়ে পড়েছে। অনেকেই রাস্তা সংস্কারের দাবি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে।

এ বার পথশ্রী প্রকল্পের মাধ্যমেই বারাসত থেকে বনগাঁ, ব্যারাকপুর থেকে বসিরহাট সর্বত্রই বেহাল রাস্তা সংস্কার করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। বিধানসভা ভোটের আগে গ্রামের মানুষের মন জয় করতে একসঙ্গে ৫১৫টি রাস্তা সংস্কারের জন্য ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া শুরু করেছে জেলা পরিষদ।

এই প্রসঙ্গে জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, ‘বন্যা ও প্রাকৃতিক বিপর্যয়, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের জন্য মুখ্যমন্ত্রী বরাদ্দ করেছেন ২৫ কোটি ৩১ লক্ষ টাকা। বরাদ্দের বাকি টাকায় পথশ্রী-সহ অন্যান্য প্রকল্পের আওতাভুক্ত রাস্তা সংস্কার ও নতুন রাস্তা তৈরি হবে।’

Previous articleইউনুসদের দাবি মেনে হাসিনাকে মৃত্যুদণ্ডের নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের ,বাংলাদেশ জুড়ে হিংসার শঙ্কা
Next articleছাব্বিশের ভোটে রাজ্যে কমিটিতে রদবদলের আভাস পদ্ম শিবিরের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here