
দেশের সময়ওয়েবডেস্কঃ বেসকারি হাসপাতাল বা নার্সিংহোমে স্বাস্থ্যসাথী কার্ড নেওয়ার ব্যাপারে কোনও টালবাহানা বরদাস্ত করা হবে না বলে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক থেকে মমতা বলেন, অনেক নার্সিংহোম স্বাস্থ্যসাথী কার্ড নেওয়ার ক্ষেত্রে অবহেলা করছে। এরকম হলে তাদের লাইসেন্স বাতিল হতে পারে।

রাজ্য সরকারের স্বাথ্য বিমা স্বাস্থ্যসাথী। দুয়ারে সরকার ক্যাম্পে ওই প্রকল্পে নাম লেখাতে ব্যাপক ভিড় হয়েছিল। পরিবার পিছু পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা রয়েছে এই যোজনায়। মমতা বলেছেন, “অনেক নার্সিংহোম স্বাস্থ্যসাথীর কার্ড অবহেলা করছে। সরকারি প্রকল্পকে মান্যতা দিতেই হবে। না হলে তো তাদের লাইসেন্স বাতিল হতে পারে।’’

কলকাতা-সহ জেলায় জেলায় বিভিন্ন সময়ে নার্সিংহোমগুলির বিরুদ্ধে অভিযোগ ওঠে তারা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে চিকিৎসা করতে অস্বীকার করছে। মমতা স্পষ্ট করেই প্রশাসনের উদ্দেশে বার্তা দিয়েছেন, এ ব্যাপারে কোনও রেয়াত করা চলবে না। প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতে হবে। মানুষ যাতে পরিষেবা পান সেটা নিশ্চিত করতে হবে প্রশাসনকেই।

তা ছাড়া স্টুডেন্টস ক্রেডিট কার্ডের মাধ্যমে যাতে পড়ুয়ারা ঋণ পেতে পারেন সে ব্যাপারেও ব্যাঙ্কগুলির উদ্দেশে বার্তা দিয়েছেন মমতা।

