বেকার যুবকদের কর্ম সংস্থান সুনিশ্চিত করার লক্ষ্যে এগিয়ে এলো হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন

0
554

দেশের সময়:হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন এই প্রথম শুধু ঠাকুরনগর নয় ,বনগাঁ থেকে বারাসাতের মধ‍্যে সমস্ত ছাত্রছাত্রী এবং বেকার যুবকদের কর্ম সংস্থান  সুনিশ্চিত করার লক্ষ্যে এক ছাতার নীচে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে তৈরী হল সমস্ত বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান।

দেশবিদেশের নামি প্রতি ষ্ঠিত শিক্ষকরা, নার্সিং ,ফোটোগ্ৰাফি,ফিল্ম মেকিং,,মিউসিক, ডান্স,প্লান্টেশন,ড্রাইভিং প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দেবেন। সংস্থা থেকে পাওয়া শংসাপত্র নিয়ে মিলবে সুনিশ্চিত কর্মসংস্থান।স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি হিউমেটেরিয়ান ফাউন্ডেশন নামে এই  সংস্থা সংগঠনের পক্ষ থেকে এদিন এলাকার গরীব ছাত্র-ছাত্রীদের হাতে বই,খাতা, পেন ,পেনসিল তুলে দেওয়া হয়। সংস্থার এক কর্ণধার আশিস বিশ্বাস জানান,করোনা পরিস্থিতিতে বেকার যুবক যুবতীদের কর্ম সংস্থান এবং সমাজের পিছিয়ে পড়া যে কোন ছাত্রছাত্রীদের পাশে দাড়ানোই হিউমেনিটেরিয়ান ফাউন্ডেশন এর একমাত্র উদ্দেশ্যে।

Previous articleস্বাধীনতা দিবসে কোভিড যোদ্ধাদের সংবর্ধনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Next articleআইপিএলের টাইটেল স্পনসরের দৌড়ে এগিয়ে রয়েছে টাটা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here