দেশের সময় ওয়েবডেস্কঃ তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত হায়দরাবাদ। গতকাল রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। জলের তোড়ে ভেঙে গিয়েছে একটি আবাসনের দেওয়াল। সেই ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হয়েছে ৯ জনের। তাদের মধ্যে রয়েছে এক ২ মাসের শিশুও। গুরুতর আহত হয়েছেন ৪ জন। গতকাল এমন মর্মান্তিক ঘটনার পর এলাকা পরিদর্শনে গিয়েছিলেন হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। টুইট করে তিনিই জানান যে মহামেডিয়া হিলসের কাছে বান্দলাগুডা-তে ভেঙে পড়েছে একটি কম্পাউন্ডের দেওয়াল। দেখুন ভিডিও:
Many friends from across the country have been asking me about floods caused by incessant rain in Hyderabad. Thank you 🙏 All for concerns. So far, all near and dear are safe. This clip best shows the extent of the disruption on roads. #HyderabadRains pic.twitter.com/ZKynsTlHXN
— Manoj Kumar (@manoj_naandi) October 14, 2020
#Hyderabad Rain Havoc – Scary !!
— Mohmmad Nausad alam (محمد نصاد علام) (@nausadalam87) October 14, 2020
all people pray pic.twitter.com/we59L68Imd
জানা গিয়েছে, ওই কম্পাউন্ডের দেওয়াল ভেঙে আশেপাশের ১০টি বাড়ির উপর পড়েছিল। তাতেই ঘটেছে বিপত্তি। দেওয়াল ভাঙার শব্দ টের পেয়েছিলেন বাসিন্দারা। তবে কী হচ্ছে বোঝার আগেই হুড়মুড়িয়ে বাড়িগুলোর উপর ভেঙে পড়ে ওই দেওয়াল। বেরোনোর সময়টুকুও পাননি লোকজন। কেউ কেউ অবশ্য এ যাত্রায় ভাগ্যের জোরে প্রাণে বেঁচে গিয়েছে। আকস্মিক এমন ঘটনায় হতবাক সকল এলাকাবাসী।
More and more scary visuals surfacing from last night …. This one is of Deluge at private hospital at Somajiguda in Hyderabad last night, now waters are cleared @ndtv was told @ndtvindia #HyderabadFloods #HyderabadRains pic.twitter.com/v3eErcWVel
— Uma Sudhir (@umasudhir) October 14, 2020
কেউ কিছু বোঝার আগেই ঘটে গিয়েছে বড় বিপদ। প্রাণ গিয়েছে এক সদ্যোজাতর। সূত্রের খবর, এখনও ধ্বংসস্তূপে চাপা পড়ে রয়েছে দেহ। উদ্ধারকাজ চলছে। ধ্বংসস্তূপে আটকে থাকা জীবিতদের বের করার চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল। মৃত এবং আহত দুইয়ের সংখ্যাই বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে সমগ্র তেলেঙ্গানায়। এ যাবৎ মৃত্যু হয়েছে ১২ জনের। প্রবল বর্ষণে ডুবে গিয়েছে অধিকাংশ রাস্তাঘাট। অনেক জায়গায় জল ঢুকেছে বাড়ির ভিতরে। নিচু এলাকা জলমগ্ন হয়েছে। ক্রমশ বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে তেলেঙ্গানার বিভিন্ন অংশে। বুধবার সকাল থেকেও নাগাড়ে চলছে বৃষ্টি। আরও বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর।
পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ১১টা নাগাদ ভেঙে পড়েছিল গ্রানাইটের ওই শক্ত দেওয়াল। ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ২টি বাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের। তাঁদের মধ্যে একই পরিবারের ৫ সদস্য এবং অন্য আর একটি পরিবারের ৪ সদস্য রয়েছেন। গুরুতর জখম অবস্থায় ওয়াইসি হাসপাতালে ভর্তি রয়েছেন ৪ জন। সেখানে চিকিৎসা চলছে তাঁদের।