দেশের সময় ওয়েবডেস্কঃ মতুয়া ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে তীব্র ভাষায় বিঁধলেন প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর। তিনি বলেন, মাতুয়াদের নাগরিকত্ব দেওয়া নিয়ে বিজেপি সরকার ভাওতা দিচ্ছে। সেইসঙ্গে তিনি বলেন,করোনা ভ্যাকসিনের জন্য কেন নাগরিকত্ব দিতে পারবেন না।
পূর্ব বর্ধমানের জৌগ্রামে রবিবার তৃণমূলের প্রচার সভায় যোগ দিতে আসেন মমতাবালা ঠাকুর। সেখানেই তিনি বলেন, বিজেপি সরকার নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ার কথা বলেছিল মতুয়াদের, সেটা কিন্তু দেওয়া হয়নি, উল্টে শর্ত দেওয়া হয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চারদিন আগে ঠাকুর বাড়িতে এসে বলেছেন যতদিন না করোনা ভ্যাকসিন শেষ হচ্ছে ততদিন আমরা এটা দিতে পারব না। তার মানে আবার ভাওতা দিচ্ছে আমাদের। কারণ ২০২১-এ যদি এই ফর্মটা বের করা হয়, তাহলে কোনও মানুষ আর ভোট দেবেনা তাদের ।
তাই করোনা ভ্যাকসিনের নাম করে এখন সেটা দিচ্ছে না। আর নাগরিকত্বে যে ডকুমেন্টস দেওয়ার কথা যেমন, মাইগ্রেশন সার্টিফিকেট, ভোটার স্লিপ, পাসপোর্ট, হিন্দু, শিখ, খ্রিস্টান , জৈন, পার্সির মধ্যে যেকোনো একটা ধর্মের লোক হতে হবে ও যে দেশ থেকে এসেছি আমরা সেখানকার সরকারের কাছ থেকে লিখিয়ে আনতে হবে। এমন ডকুমেন্টস দেওয়া সম্ভব নয়।
মমতাবালা এদিন তিনি প্রশ্ন তোলেন, শুধু কি আমরা মতুয়ারা, নম শুদ্ররা ছাড়া আর অন্য কোনো জাত আসেনি বাইরে থেকে। আসলে আমাদের ভোটটা ওদের খুব দরকার। ওরা জানে যে এখন চালু করলেই কেউ ওদের ভোট দেবে না। তাই চালু করেছে না। তাই বলছে, করোনা টিকাকরণ শেষ না হলে দেওয়া যাবে না ফর্ম। এদিন মঞ্চ থেকে বিজেপি সরকার কে ফের চ্যালেঞ্জ ছুঁড়ে মমতাবালা বলেন, ভোটের আগে নাগরিকত্ব ফর্ম দেওয়ার জন্য।
তিনি বলেন, বুকের পাটার জোর থাকলে ভোটের আগে ফর্ম বের করে দিন। সব কিছু স্বাভাবিক এখন। প্লেন ট্রেন, বাস পরিষেবা চালু, থেকে খোলা বাজার, মেলা হচ্ছে তাহলে মতুয়াদের প্রশ্ন বিজেপি সরকার নরেন্দ্র মোদী ও অমিত শাহ এর কাছে যে, করোনা টিকাকরণের জন্য কেন নাগরিকত্ব দিতে পারবেন না।