বিয়ে করার জন্য সাইকেলে ১০০ কিমি পথ পাড়ি দিলেন যুবক, স্ত্রীকে নিয়ে ফিরলেনও সাইকেল চালিয়েই

0
520

দেশের সময় ওয়েবডেস্ক:‌ লকডাউনের মধ্যেই সাইকেল চালিয়ে বিয়ে করার জন্য ১০০ কিলোমিটার পথ পাড়ি দিলেন উত্তরপ্রদেশের যুবক। বিয়ে করে স্ত্রীকে নিয়ে ফিরলেনও সাইকেল চালিয়েই।


উত্তরপ্রদেশের হামিরপুরের পাউথিয়া গ্রামের বাসিন্দা কালকু প্রজাপতি। করোনা সংক্রমণের অনেক আগেই পছন্দের পাত্রী রিঙ্কির সঙ্গে বিয়ের তারিখ স্থির করা ছিল। ২৫ এপ্রিল বিয়ের দিন স্থির হয়েছিল। কিন্তু দেশে মারণ ভাইরাসের দাপট বেড়ে যাওয়ায় বাতিল হয়ে যায় কালকু ও রিঙ্কির বিয়ের অনুষ্ঠান। তাই আর অপেক্ষা না করে যেমন ভাবা তেমন কাজ। সাইকেল নিয়ে একাই বিয়ে করতে বেরিয়ে পড়লেন বছর ২৩ এর যুবক।

প্রায় ১০০ কিলোমিটার সাইকেল চালিয়ে মাহোবা জেলার পুনিয়া গ্রামে রিঙ্কির বাড়ি যান কালকু। পেশায় কৃষক কালকু জানান, ‘‌আমরা বিয়ে করার জন্য স্থানীয় প্রশাসনের অনুমতি পাচ্ছিলাম না। তাই সাইকেলে করে যাওয়া ছাড়া আমার কাছে কোনও উপায় ছিল না। আমাদের বিয়ের কার্ডও আত্মীয়দের মধ্যে বিলি করা হয়ে গিয়েছিল। তাই নির্ধারিত দিনে বিয়ে করার প্রয়োজন ছিল।’‌ জানা যায় দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনার পর কালকু বাবার সঙ্গে চাষের কাজ করেন। প্রায় পাঁচ মাস আগেই এই বিয়ের সমস্ত আয়োজন করা হয়। তাই বিয়ের দিন রিঙ্কির পরিবারের তরফ থেকে কালকুকে ফোন করা হলে তিনি বিয়ে করতে হাজির হন সাইকেল চালিয়েই।

কালকুর কথায়, ‘‌আমার বাইক থাকলেও ড্রাইভিং লাইসেন্স না থাকায় সাইকেল চালিয়েই হাজির হই। তবে লকডাউনের নিয়ম মেনে মুখে রুমাল বেধে গোটা পথ সাইকেল চালিয়েছি।’‌
গ্রামের একটি মন্দিরে বিয়ের আয়োজন করা হয়। পাত্রী ও পাত্রী দুজনেই বিয়ের সময় মুখ ঢেকেই বসেছিলেন। তবে বিয়ের পর স্ত্রীকে নিয়ে ফেরার সময় বেগ পেতে হয় নতুন বরকে।

সারা রাস্তা সাইকেলে করে স্ত্রীকে নিয়ে ১০০ কিলোমিটার পার হওয়া মুখের কথা নয়। কালকু জানান, ‘‌বাড়ি ফিরে প্রচন্ড পায়ের ব্যথায় ভুগেছিলাম। ঘুমিয়েও স্বপ্নের ঘোরে মনে হচ্ছে সাইকেল চালাচ্ছি। মা প্রচন্ড অসুস্থ থাকায় আমায় তাড়াহুড়ো করে বিয়ে করতেই হল। আমার স্ত্রী থাকলে মাকে দেখার কেউ থাকবে। রান্না করে মাকে খাওয়াতে পারবে স্ত্রী।’‌

Previous article৩ মে লকডাউনের পর কী হবে,কী ভাবে কাজকর্ম চালু হবে! গুরুত্বপূর্ণ বৈঠক প্রধানমন্ত্রীর
Next articleঘূর্ণাবর্তের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here