বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবনে ৫ কোটি ম্যানগ্রোভ! ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

0
401

দেশের সময় ওয়েবডেস্কঃ ঘূর্ণিঝড় আমপানের তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের একটা বড় অংশ। বিশেষ করে ক্ষতি হয়েছে দুই ২৪ পরগনা, সুন্দরবন এবং উপকূলবর্তী এলাকা। ব্যাপক ক্ষতি হয়েছে ম্যানগ্রোভ অঞ্চলের। বিশেষজ্ঞদের মতে, সুন্দরবনে ম্যানগ্রোভের দেওয়াল তোলা রাজ্যের জন্য অত্যন্ত জরুরি। এমন সময়ে সুন্দরবনের জন্য জরুরি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবেশ দিবসের দিন থেকে এক মাসের মধ্যে সুন্দরবনে ৫ কোটি ম্যানগ্রোভ বসাবে রাজ্য সরকার।বুধবার নবান্নে একাথাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

‘সুন্দরবনের সৌন্দর্য ম্যানগ্রোভ। আমরা ধ্বংসের পরিবর্তে সৃষ্টি চাই। সবুজ কখনও অবুঝ হয় না।’ এদিন নবান্নে জেলাশাসকদের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও জানিয়েছেন, পরিবেশ দফতরের উদ্যোগেই এই গাছ লাগানো হবে। এছাড়াও ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে আলাদা করে গাছ লাগাবে কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ এবং রাজ্য বন দফতরও। এমনই জানিয়েছেন তিনি।

Previous articleগর্ভবতী হস্তিনীর মৃত্যুর জন্য যাঁরা দায়ী তাঁদের কড়া শাস্তি হবে, ঘোষণা কেরলের মুখ্যমন্ত্রী বিজয়নের
Next articleকেন্দ্রীয় প্রতিনিধি দলের সফরের আগে সমন্বয়ের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here