বিধায়ক পদে শপথ নিলেন মমতা, মুখ্যমন্ত্রীকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল

0
298

দেশের সময় ওয়েবডেস্কঃ বিধায়ক পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে শপথ নিলেন জঙ্গিপুর এবং সামশেরগঞ্জের উপনির্বাচনে জয়ী প্রার্থী জাকির হোসেন ও আমিরুল ইসলাম। রাজ্যপাল জগদীপ ধনখড় তাঁদের শপথবাক্য পাঠ করান। বৃহস্পতিবার বিধানসভার অধিবেশন কক্ষে ৭ মিনিটের শপথগ্রহণ অনুষ্ঠান হয়। এদিন দুপুর ১টা ৫৪ মিনিটে বিধানসভায় এসে পৌঁছন রাজ্যপাল। তার আগেই বিধানসভায় পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। 

বিধানসভায় শপথবাক্য পাঠ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর থুতনির নীচে রয়েছে মাস্ক। বিধানসভায় হাজির সকলেরই মুখ মাস্ক দিয়ে ঢাকা। কোভিড বিধি মেনে পারস্পরিক দূরত্বও বজায় রাখা হয়েছে। কিন্তু ব্যতিক্রম দেখা গেল রাজ্যপাল জগদীপ ধনকড়কে । শপথগ্রহণ চলাকালীন মাস্ক পরতেই দেখা যায়নি তাঁকে। এমনকি থুতনির নীচে বা নিদেনপক্ষে গলাতেও ঝুলতে দেখা যায়নি মাস্ক।

রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে বারে বারেই টুইটারে সরব হতে দেখা গিয়েছে রাজ্যপালকে। এমনকি কিছু টুইটে তো তিনি উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দফতরকে ট্যাগ করে লিখেছিলেন, পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি উদ্বেগজনক। কেউ কোভিড বিধি মানছেন না। সংক্রমণ ঠেকাতে জন-আন্দোলন গড়ে তোলার বার্তাও দিয়েছিলেন ধনকড়। সেই তাঁকেই আজ বিধানসভার শপথগ্রহণ অনুষ্ঠানে একেবারেই মাস্ক ছাড়া দেখা গেল। যদিও এই বিষয়টা নিয়ে রাজভবনের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

চিরাচরিত প্রথা অনুযায়ী বিধায়কদের শপথ বাক্য পাঠ করান বিধানসভার প্রোটেম স্পিকার বা স্পিকার। যদিও এই অধিকার রাজ্যপালের হাতেই থাকে৷ তাঁর অনুমতিতেই দায়িত্ব দেওয়া হয় প্রোটেম স্পিকার বা স্পিকারকে। রাজভবনের তরফে বিধানসভায় জানানো হয়েছিল, সংবিধানের ১৮৮ ধারা অনুযায়ী শপথগ্রহণ নিয়ে রাজ্যপাল এতদিন যে অধিকার স্পিকারকে দিয়েছিলেন, তা ফিরিয়ে নেওয়া হচ্ছে। তবে শেষমেশ খোদ রাজ্যপাল শপথ বাক্য পাঠ করান। এরপর দু’‌জনের মধ্যে সৌজন্য বিনিময়ও হয়। 

Previous articleDurga puja weather: সপ্তমী থেকে দশমী, বৃষ্টি হবে? উত্তর থেকে দক্ষিণের আবহাওয়ার পূর্বাভাস জানুন
Next article২৯ বছর পরে ভারত-সহ বিশ্বের ৫০০ কোটিরও বেশি মানুষ জল পাবেন না একফোটাও! রাষ্ট্রপুঞ্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here