বিজেপির উত্তরকন্যা অভিযানে ধুন্ধুমার, জলকামান,টিয়ারগ্যাস

0
535

দেশের সময় ওয়েবডেস্কঃ : সময় গড়ালেও পুলিশের বাধার মুখে পড়ে উত্তরকন্যার দিকে এগোতেই পারছিলেন না বিজেপির কর্মী সমর্থকরা। শেষমেশ ফুলবাড়ির কাছে রাস্তায় নেমে পড়েন তাঁরা। ভেঙে ফেলতে শুরু করেন পরের পর বাঁশের ব্যারিকেড। বাধা দেয় পুলিশ। রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা।  পরিস্থিতি সামাল দিয়ে জলকামান ও টিয়ারগ্যাসের শেল ফাটাতে শুরু করেছে পুলিশ।

লাইভ এক নজরে আপডেট: 

• বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে জলকামান, কাঁদানে গ্যাসের শেল 

• ঘটনাস্থল থেকে চলে যাওয়ার ঘোষণা শিলিগুড়ি পুলিশের

• সেই কারণে জমায়েত বেআইনি 

• ১৪৪ ধারা জারি করা হয়েছে, ঘোষণা পুলিশের 

• শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ঘোষণা 

• বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা রাস্তায় বসে পড়েছেন 

• বিজেপি কর্মীদের আটকে দেওয়ার চেষ্টা করছে পুলিশও

• তিনবাতি মোড়ে ভেঙে দেওয়া হল ব্যারিকেড  

• একাধিক জায়গায় ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা বিজেপি কর্মীদের 

• বাধা পেয়ে পাবলিক বাসে করে শিলিগুড়ি পৌঁছনোর চেষ্টা বিজেপি কর্মীদের 

• তরাই-ডুয়ার্সের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের গাড়ি আটকে দিয়েছে পুলিশ 

• বিভিন্ন জায়গায় আটকে দেওয়া হচ্ছে বিজেপি কর্মীদের

• শিলিগুড়ির তিনবাতি মোড়ে ১৪৪ ধারা জারি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের 

• শিলিগুড়ি ঢোকার প্রায় সব রাস্তায় ব্যারিকেড, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী 

• শিলিগুড়ির ফুলবাড়ির কাছে বিজেপির মিছিল আটকে দিল পুলিশ 

• মিছিলে রয়েছেন দিলীপ ঘোষ, সায়ন্তন বসুরা 

• গেস্ট হাউসে যাওয়ার পথেও বাধা দেওয়া হয় বলে দিলীপের অভিযোগ

পুলিশকে লক্ষ্য করে  বিজেপির কর্মী-সমর্থকরা পাল্টা ইটবৃষ্টি শুরু করে বলে অভিযোগ। ছুড়তে শুরু করে ভাঙা কাচের বোতল। তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।


বিজেপির উত্তরকন্যা অভিযান ঘিরে এদিন সকাল থেকে চলছে সাজো সাজো রব। একদিকে পুলিশ এই অভিযান রুখতে তৎপর। অন্যদিকে অভিযান সফল করতে বিজেপির নেতা কর্মীরাও মরিয়া। বিজেপির নেতা কর্মীদের আটকাতে উত্তরকন্যামুখী সমস্ত রাস্তায় বাঁশের ব্যারিকেড দিয়ে দেয় পুলিশ। আটকে দেওয়া হয় বিজেপি কর্মী-সমর্থকবোঝাই বাস ও গাড়িগুলি। মুকুল রায়, দিলীপ ঘোষের মতো নেতাদেরও পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। বেলা গড়াতেই অসহিষ্ণু হয়ে ওঠেন বিজেপির কর্মী-সমর্থকরা। যুবমোর্চার কর্মী সমর্থকরা দুটো  ব্যারিকেড  ভেঙে ফেলে উত্তরকন্যার দিকে এগোতে শুরু করেন। শুরু হয় তুমুল অশান্তি।

Previous articleলাইভ: মেদিনীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Next articleতৃণমূল দল দুর্বল নয়, মেদিনীপুরের সভা মঞ্চ থেকে নাম না করে শুভেন্দুকে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here