বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল তৃণমূল নেতার

0
673

দেশের সময় ওয়েবডেস্কঃ বাইক চালিয়ে বাড়ি ফেরার সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল তৃণমূলের নেতার। তাঁর নাম ইনসার মল্লিক। কালনার বেগপুরের নারায়ণপুর গ্রামে ওই হত্যাকাণ্ড ঘটে। তাঁকে লক্ষ্য করে পর পর দুইটি গুলি করে দুষ্কৃতীরা।

গুরুতর আহত অবস্থায় ইনসার মল্লিককে প্রথমে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে কলকাতার বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হুগলির পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কে বা কারা কী কারণে তৃণমূল নেতাকে খুন করল তা খতিয়ে দেখছে কালনা পুলিশ। প্রায় আট মাস আগে বাড়ি ফেরার সময় এই একই জায়গায় গুলি করে খুনের চেষ্টা করা হয় ইনসার মল্লিক কে।

Previous articleএনকাউন্টার: ঠিক কেমন ছিল জানালেন সাজ্জানার
Next articleলড়াই শেষ: উন্নাওয়ের দগ্ধ ধর্ষিতার মৃত্যু হল শুক্রবার রাতে দিল্লির সফদরজং হাসপাতালে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here