দীপ বিশ্বাস, বাগদা,দেশের সময়: উত্তর ২৪ পরগনার বাগদা থানার তৃণমূল কংগ্রেসের বাগদা আঞ্চলিক সভাপতি সনজিৎ সর্দার এর বিরুদ্ধে কোলা গ্রামের দীনবন্ধু বিশ্বাস অভিযোগ তোলেন ২o১৭ সালে জমি বিবাদ মিটিয়ে দেওয়ার নাম করে ১ লক্ষ ৭০ হাজার টাকা নিয়েছিলেন সনজিৎ সর্দার৷
সেই টাকা একাধিকবার ফেরত চাওয়া সত্ত্বেও টাকা ফেরত দেননি বিনিমযয়ে প্রাণহানির হুমকি দিয়েছেন দিনের পর দিন। অবশেষে পরিবারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন। পরবর্তীতে ২০২০ সালের ২৭ জানুয়ারি বাগদা থানায় সনজিৎ সরদারের নামে লিখিত অভিযোগ দায়ের করেন দীনবন্ধু বিশ্বাস ।
বাগদা তৃণমূল কংগ্রেসের আঞ্চলিক সভাপতি সনজিৎ সর্দারের দাবি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ আমার বিরুদ্ধে ৷ আদিবাসীদের জমি পুনর্দখল করবার জন্য এই মিথ্যা অভিযোগ তার বিরুদ্ধে করা হয়েছে বলে তিনি জানান৷ দেখুন ভিডিও: দেশের সময়: