বাগদায় ব্লক যুব তৃণমূল কংগ্রেসের গণমিছিল

0
649

দেশের সময়, বাগদা: রবিবার হেলেঞ্চা তে বাগদা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের গণমিছিলে পা মেলালেন উত্তর ২৪ পরগনা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ ভৌমিক ও জেলা যুব নেতৃত্ব বাবুসোনা বিশ্বাস উপস্থিত ছিলেনবাগদা বিধানসভা কমিটির চেয়ারম্যান তরুণ ঘোষ বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায় বাগদা ব্লক যুব তৃণমূল কংগ্রেস প্রতিমা রায় মহিলা ব্লক তৃণমূল কংগ্রেস নেত্রী মাধুরী সরকার বাগদা পশ্চিম ব্লক সভাপতি অঘোর হালদার পঞ্চায়েত সমিতির দলনেতা সাধন বাগচী কর্মধ্যক্ষগন যথাক্রমে মিহির বিশ্বাস ভানু মতি বালা সুদেবী মন্ডল বিজলী বাইন কৃষ্ণপদ বিশ্বাস কার্যকরী সভাপতিগন যথাক্রমে রবিন চক্রবর্তী শিখা মন্ডল অরূপ পাল বিমল ভদ্র….নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ রাজা রামমোহন সরদার প্রধান গন যথাক্রমে চায়না বিশ্বাস রামেশ্বর বৈরাগী অঞ্জলি রায় গণেশ রায় উপপ্রধান তুষার বিশ্বাস।

Previous articleকলকাতা ছেড়েই ফের বাংলাকে খোঁচা মোদীর
Next articleগঙ্গাসাগর মেলায় অসুস্থ ২ পুণ্যার্থী উদ্ধার হেলিকপ্টারে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here