বাইডেন ও হ্যারিস দীপাবলি এবং নতুন বছরের শুভেচ্ছা জানালেন ভারতীয়দের

0
944

দেশের সময় ওয়েবডেস্কঃ ভারতীয়দের দীপাবলি আর নতুন বছরের শুভেচ্ছা জানালেন জো বাইডেন এবং কমলা হ্যারিস। স্থানীয় সময় শনিবার রাতে তাঁরা টুইটারে পোস্ট করেন।

দীপাবলির দিনই ভারতের বেশ কিছু জাতির আঞ্চলিক ক্যালেন্ডারের নববর্ষ হয়। সেকারণেই বাইডেন এবং হ্যারিস নববর্ষের শুভেচ্ছাও জানিয়েছেন। টুইটার পোস্টে বাইডেন লিখেছেন, ‘‌কয়েক লক্ষ হিন্দু, জৈন, শিখ, বৌদ্ধরা আলোর উৎসব পালন করছে, আমার তরফে দিওয়ালির শুভেচ্ছা। আপনাদের নতুন বছর সমৃদ্ধি আর খুশিতে ভরে উঠুক, সাল মুবারক।’‌

ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও টুইটার পোস্টে লিখেছেন, ‘‌হ্যপি দিওয়ালি এবং সাল মুবারক। ডগলাস এমহফ এবং আমি সারা বিশ্বের প্রত্যেককে  যারা উৎসব পালন করছেন, তাঁদের নিরাপদ আর সমৃদ্ধশালী নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি।’‌ প্রসঙ্গত, তামিল মা শ্যামলা গোপালনের মেয়ে কমলা স্বাভাবিকভাবেই ভারতীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত। তাই আপামর ভারতবাসীর কাছে দীপাবলির মাহাত্ম্যও তাঁর অবগত। তাই আলোর উৎসবে ভারতীয়দের শুভেচ্ছা জানালেন তিনি

Previous articleঅত্যন্ত আশঙ্কাজনক সৌমিত্র চট্টোপাধ্যায়
Next articleদীপাবলিতে ফাটল আতশবাজি,পরদিনই ঘন ধোঁয়াশায় ঢাকল দিল্লির আকাশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here