বাইকের টিউবের মধ্যেই রয়েছে সাড়ে চার কেজি সোনা,বিএস এফ তাড়া করে ধরল আরোহীকে, স্বরূপনগরে ধৃত পাচারকারী সহ উদ্ধার বিদেশি মুদ্রা

0
1530

দেশের সময় ওয়েবডেস্কঃ উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের বাংলাদেশ সীমান্তে সোনা পাচার রুখে দিলেন বিএসএফ জওয়ানরা। আগে থেকে খবর থাকলেও সোনা খুঁজে পেতে অবশ্য যথেষ্ট মেহনত করতে হয় জওয়ানদের।

শুক্রবার সন্ধ্যায় স্থানীয় যুবক বছর আঠাশের পরেশ রায় একটি মোটরসাইকেলে চেপে যাচ্ছিলেন। বিএসএফ তাকে থামতে বললেও সে থামেনি। তখন তাড়া করে তাকে ধরে ফেলেন জওয়ানরা। প্রথমে ওই যুবককে ভাল করে তল্লাশি করা হয় কিন্তু তার কাছ থেকে সোনা পাওয়া যায়নি। তখন জওয়ানরা তার বাইকটি তল্লাশি করেন। পরে বাইকটি খুলে ফেলেন। একে একে বাইকের সব অংশ খুলে ফেলেও তাঁরা সোনা না পেয়ে অবাক হয়ে যান। কারণ তাঁদের কাছে পাচারের ব্যপারে নির্দিষ্ট খবর ছিল।

তার পরে চাকা খুলে তার টিউবটি ভারী দেখে জওয়ান বুঝতে পারেন সোনা সেখানেই আছে। টিউবের ভিতর থেকে উদ্ধার করেন তিরিশটি সোনার বিস্কুট যার ওজন প্রায় সাড়ে চার কেজি। বাজারে এই সোনার দাম প্রায় দু’কোটি টাকা। সেগুলি নিয়ে ওই ব্যক্তি সীমান্ত থেকে স্বরূপনগরের দিকে আসছিল।

১৫৩ নম্বর ব্যাটেলিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা সোনা ছাড়াও ওই ব্যক্তির কাছ থেকে এদেশের এক হাজার টাকা ও মালয়েশিয়ার ১০০০ রিঙ্গিট (ভারতীয় মুদ্রায় প্রায় আঠেরো হাজার টাকা) উদ্ধার করেন। বাজেয়াপ্ত করা হয় ওই বাইকটি। বিএসএফ সূত্রে খবর, পরেশ রায়ের সঙ্গে আন্তর্জাতিক সোনা পাচার চক্রের যোগ রয়েছে।

ওই যুবককে গ্রেফতার করে তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃত সোনা পাচারকারীকে শনিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।

Previous articleএনআইএ- এর হেফাজতে বাদুরিয়া থেকে ধৃত লস্কর লিঙ্কম্যান কলেজছাত্রী তানিয়া পারভিন
Next articleনিয়ন্ত্রণে রয়েছে চিনের সঙ্গে সীমান্ত পরিস্থিতি:সেনাপ্রধান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here