


কলকাতা : ২৬ শে সেপ্টেম্বর দুর্গাপুজোর সময় রিলিজ হতে চলেছে উইন্ডোজ পরিবারের শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের ‘রক্তবীজ ২’।
রক্তবীজ ১ যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু; প্রথম ঝলকেই অ্যাকশান, ষড়যন্ত্র আর আতঙ্ক নিয়ে ফিরে আসছে রক্তবীজ ২।

সম্প্রতি কলকাতার দ্য পার্ক-এর রোজ উড হলে এক জমজমাট অনুষ্ঠানের মধ্যে দিয়ে অফিসিয়াল টিসার এবং পোস্টার রিলিজ হল ‘রক্তবীজ ২’ এর। ছবির দুই প্রধান চরিত্র আই জি পঙ্কজ সিনহা এবং মুনীর আলমের অ্যাকশান কেমিষ্ট্রির ঝলক দেখালেন অভিনেতা আবীর চ্যাটার্জি এবং অঙ্কুশ হাজরা। দেখুন ভিডিও

ছবির পরিচালক শিবপ্রসাদ মুখপাধ্যায়, নন্দিতা রায়, গল্পকার যিনিয়া সেন সহ কলাকুশলীদের মধ্যে আয়েশার চরিত্রে কৌশানী মুখার্জি, এস পি সংযুক্তা মিত্রের চরিত্রে মিমি চক্রবর্তী, ইন্সপেক্টর নিত্যানন্দের চরিত্রে কাঞ্চন মল্লিক সহ সঙ্গীতশিল্পী সুরজিত চ্যাটার্জি, ইমন এবং অন্যান্য কলাকুশলীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ছবির পরিচালক শিবপ্রসাদ এবং নন্দিতা রায় দুজনেই জানান রক্তবীজ ২ দর্শকদের আরও বেশী করে রোমাঞ্চিত করে তুলবে। এখানে কলাকুশলীরা সকলেই নিজেদের অভিনয়কে আরও অনেকবেশী করে পরিণত রূপ দিয়েছেন।

অনুষ্ঠান মঞ্চে কলাকুশলীরা সকলেই তাদের এই ছবির শ্যুটিং এর অভিজ্ঞতা উপস্থিত দর্শকদের সঙ্গে ভাগ করে নেন। সঙ্গীতশিল্পী সুরজিত চ্যাটার্জি জানান রক্তবীজ ১ রঙ্গবতী যেভাবে সকলের মন কেড়েছিল তেমনই রক্তবীজ ২ এর গানও মানুষের কাছে সমানভাবে জনপ্রিয় হয়ে উঠবে। সুরজিত জানান তিনি আশা করছেন এই ছবি বাংলা সিনেমার জগতে এক অন্য ধারা আনতে চলেছে।